এক্সপ্লোর
Advertisement
আমাদের সৈন্যদের জন্য পাকিস্তানকে হারাতে চাই, বলছেন হকি অধিনায়ক শ্রীজেশ
বেঙ্গালুরু: আগামী মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে চলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারিয়েই সীমান্তে সেনা জওয়ানদের মৃত্যুর বদলা নিতে চাইছেন ভারতীয় হকি দলের অধিনায়ক পি আর শ্রীজেশ। উরি হামলার কথা উল্লেখ করেননি তিনি। তবে জাতীয় হকি দলের অধিনায়ক বলেছেন, তাঁর দল পাকিস্তানের কাছে হেরে ভারতীয় সৈন্যদের হতাশ করতে চায় না।
মালয়েশিয়ার কুয়ান্তানে ২০ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। ২৩ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ প্রসঙ্গে শ্রীজেশ বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে সবসময়ই উত্তেজনা থাকে। আমরা ১০০ শতাংশ দিতে চাই। সীমান্তে গুলি বিনিময়ের ফলে যখন সেনা জওয়ানদের মৃত্যু হচ্ছে, তখন পাকিস্তানের কাছে হেরে তাঁদের হতাশ করতে চাই না।’
প্রতিপক্ষ সম্পর্কে শ্রীজেশের বিশ্লেষণ, ‘আমার মনে হয়, পাকিস্তান এখন ভাল খেলতে পারছে না। তবে ওরা কঠিন মানসিকতার অধিকারী। ওরা যে কোনও সময় যে কোনও দলকে হারাতে পারে। এটাই ওদের বিশেষত্ব।’
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বেঙ্গালুরুর সাই কেন্দ্রে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। রিও অলিম্পিকের হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে চাইছেন শ্রীজেশ। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে খেলছি। অন্যদিকে, অলিম্পিকের ইতিহাসে প্রথমবার যোগ্যতা অর্জন করতে পারেনি পাকিস্তান। ফলে আমরা পাকিস্তানের চেয়ে ভাল জায়গায় আছি।’
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ছাড়াও দক্ষিণ কোরিয়া এবং আয়োজক দেশ মালয়েশিয়াও কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। সেই কারণে এই প্রতিযোগিতাকে মোটেই হাল্কাভাবে নিচ্ছেন না শ্রীজেশ। তবে তিনি বুঝিয়ে দিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তান ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement