Novak Djokovic: কোর্টেই নামতে পারলেন না প্রতিদ্বন্দ্বী, ওয়াকওভার পেয়ে উইম্বলডনের সেমিতে জকোভিচ
Wimbledon 2024: আমেরিকার ১৩ নম্বর বাছাই টেলর ফ্রিৎজ ও ইতালির ২৫ নম্বর বাছাই লরেঞ্জো মুসেত্তির ম্য়াচে যে জয়ী হবেন, তাঁর বিরুদ্ধে সেমিতে খেলবেন নোভাক।
লন্ডন: উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। তবে লড়াইয়ে নামতেই হল না তাঁকে। কোয়ার্টার ফাইনালে অ্যালেক্স ডি মিনাউরের বিরুদ্ধে নামার কথা ছিল সার্বিয়ান টেনিস তারকার। কিন্তু আহত হয়ে নামই তুলে নেন অস্ট্রেলিয়ার টেনিস তারকা। ফলে কোর্টে না নেমেই সেমিফাইনালে পৌঁছে গেলেন বিশ্বের সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক। এই নিয়ে রেকর্ড ১৩ বার উইম্বলডনের শেষ চারে পৌঁছলেন জকোভিচ।আমেরিকার ১৩ নম্বর বাছাই টেলর ফ্রিৎজকে হারিয়ে দিয়েছেন ইতালির ২৫ নম্বর বাছাই লরেঞ্জো মুসেত্তি। তাঁর বিরুদ্ধেই সেমিতে খেলবেন নোভাক।
অজি টেনিস প্লেয়ার ম্য়াচের আগেই চোট পান। যার ফলে আহত হন তিনি। এর আগে অল ইংল্যান্ড ক্লাবে খেলতে নামার আগে হাঁটুর সমস্যায় ভুগছিলেন নোভাক জকোভিচ ও। তাঁকে হাঁটুর অপারেশন করাতে হয়।তারপরেই তিনি উইম্বলডনের কোর্টে নামেন। হাঁটুর সমস্য়ার জন্য নি ক্যাপ পরেও কোর্টে নেমে খেলতে দেখা গিয়েছে জোকারকে। নিজের ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যেই কোর্টে নামছেন সার্বিয়ান তারকা।
View this post on Instagram
এর আগে কোয়ার্টার ফাইনালের অন্য লড়াইয়ে রাশিয়ার তারকা টেনিস প্লেয়ার ড্যানিল মেদভেদেভ হারিয়ে দিয়েছিলেন বিশ্বের ১ নম্বর জ্যানিক সিনারকে। খেলার ফল মেদভেদেভের পক্ষে ৬-৭(৭), ৬-৪, ৭-৬(৪), ২-৬, ৬-৩। মার্কিন যুক্তরাষ্ট্রের টমি পলকে হারিয়ে সেমিতে পৌঁছলেন প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। ৫-৭, ৬-৪, ৬-২, ৬-২ ব্যবধানে আলকারাজ জয় ছিনিয়ে নেয় কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে। সেমিতে মেদভেদেভের বিরুদ্ধে খেলতে নামবেন স্প্যানিস তারকা আলকারাজ।
এদিকে, উইম্বলডন দেখতে গিয়েছেন বলিউডের যুগল কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র । সেখানে গিয়ে কিয়ারা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি টেনিস আগে বুঝতেন না। এখন সিদ্ধার্থের কাছ থেকে শিখে নিচ্ছেন।
লন্ডনে তখন টিপটিপ বৃষ্টি পড়ছে। সিড-কিয়ারার হাতে ধরা ছাতা। উইম্বলডনের সঞ্চালিকাকে সিদ্ধার্থ বলেন, 'মনে হচ্ছে মুম্বইয়ের বৃষ্টি এখানে চলে এসেছে।' হেসে যোগ করেন, 'প্রথমবার একসঙ্গে উইম্বলডন দেখতে এলাম। খুব উত্তেজিত লাগছে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্বে দারুণ কিছু ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছি। খুব খুশি এখানে আসতে পেরে।'
আরও পড়ুন: পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে স্পেনের সামনে ইংল্যান্ড