Women's Day: নারীদিবসে অভিনব উদ্যোগ, অভাবী মহিলা ফুটবলারদের পাশে থাকার বার্তা
Bengal Football News: বাংলার অভাবী ২২ জন মহিলা ফুটবলার নিয়ে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এক অভিনব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
কলকাতা: বুধবার, ৮ মার্চ নারীদিবস। আর সেদিন বাংলার মহিলা ফুটবলারদের জন্য অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। মানবাধিকার সংগঠন ও অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশনের উদ্যোগে এই প্রথমবার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) একত্রিত হয়ে আয়োজন করতে চলেছে সম্পূর্ণা কাপ (Sampurna Cup 2023)।
বাংলার অভাবী ২২ জন মহিলা ফুটবলার নিয়ে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এক অভিনব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। উদ্বোধন হতে চলেছে নারীদিবসের দিন। যার নাম দেওয়া হয়েছে সম্পূর্ণা কাপ। মানবাধিকার সংগঠনের এই উদ্যোগে হাত মিলিয়েছে আইএফএ-র সঙ্গে। সমস্ত মহিলা ফুটবলারদের বার্তা দিতে চায় মানবাধিকার সংগঠন। মহিলা ফুটবলারদের পাশে সবরকমভাবে থাকতে অঙ্গীকারবদ্ধ উদ্যোক্তারা। বিভিন্ন শিল্পপতিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বাংলার প্রতিভাবান অভাবী মহিলা ফুটবলারদের কর্মসংস্থানের নতুন দিশাও দেখতে পারে এই টুর্নামেন্ট। মানবাধিকার সংগঠন ও অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন বাংলার ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের পরিবারের কথা মাথায় রেখে তাঁদের সামাজিক সুরক্ষার দিকটাও দেখার প্রতিশ্রুতি দিয়েছে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে রদবদল
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল তেম্বা বাভুমাকে (Temba Bavuma)। তাঁর পরিবর্তে অধিনায়ক ঘোষণা করা হল এইডেন মারক্রামকে (Aiden Markram)।
পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটে কোচিং স্টাফেও বড় রদবদল ঘটাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। জ্যঁ পল দুমিনিকে সীমিত ওভারের ক্রিকেটে প্রোটিয়াদের ব্যাটিং কোচ করা হল। পাশাপাশি বোলিং কোচ করা হল রোরি ক্লেইনভেল্টকে। বাভুমাকে শুধু যে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা হয়েছে তাই নয়, দল থেকেও বাদ দেওয়া হয়েছে। মার্চের পরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই দলে রাখা হয়নি বাভুমাকে।
দুমিনিকে স্থায়ীভাবে ব্যাটিং কোচ করা হয়েছে। তবে ক্লেইনভেল্টের সঙ্গে বোলিং কোচ হিসাবে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য চুক্তি করা হয়েছে। দলের প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে স্কোয়াডে রাখা হয়নি। শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টারের সঙ্গে ডুপ্লেসির কথাবার্তা সদর্থক হয়নি। তবে দলে ফের পরিবর্তন করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালস মহিলা দলের ম্যাচ দেখতে মাঠে হাজির 'মহারাজ'