Exclusive: বিশ্বকাপের আগে বড় ধাক্কা, করোনার জেরে বাতিল ঝুলনদের প্রস্তুতি শিবির
Womens ODI World Cup: অতিমারির ধাক্কায় সমস্যায় পড়ে গিয়েছেন ভারতের মহিলা ক্রিকেটারেরাও। কারণ, সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য বাতিল করা হয়েছে মহিলা দলের প্রস্তুতি শিবির।
কলকাতা: করোনার (Corona) তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। নতুন করে বিধিনিষেধ চালু হয়েছে বিভিন্ন রাজ্যে। সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে স্থগিত করে দিতে হয়েছে রঞ্জি ট্রফি (Ranji Trophy)। আইএসএলেও হানা দিয়েছে করোনা।
অতিমারির ধাক্কায় সমস্যায় পড়ে গিয়েছেন ভারতের মহিলা ক্রিকেটারেরাও। কারণ, সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য বাতিল করা হয়েছে মহিলা দলের প্রস্তুতি শিবির।
সামনেই নিউজিল্যান্ডের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (Womens ODI World Cup)। তার আগে কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে খেলতে অনেক আগেই উড়ে যাচ্ছে ভারত। ভারতের দল ঘোষণাও হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, বিশ্বকাপ ও তার আগের নিউজিল্যান্ড সিরিজের জন্য নির্বাচিত ক্রিকেটারদের নিয়ে মুম্বই বা বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির আয়োজনের পরিকল্পনা ছিল বোর্ডের। মহিলা দলের কোচ রমেশ পওয়ার, অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) বা সিনিয়র ক্রিকেটার ঝুলন গোস্বামীরাও (Jhulan Goswami) সেই মতো মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন।
কিন্তু কোভিড পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় সেই প্রস্তুতি শিবির আর হচ্ছে না। ক্রিকেটারেরা তাই বাধ্য হচ্ছেন যে যাঁর মতো প্রস্তুতি সারতে।
এমনিতেই মহিলা ক্রিকেটারদের প্রচুর ম্যাচ খেলার সুযোগ থাকে না। ভারতের সামনে জানুয়ারিতে কোনও সিরিজও নেই। তাই ঝুলন-রিচা ঘোষ থেকে শুরু করে মিতালি-হরমনপ্রীত কউর, প্রত্যেকে নিজের নিজের মতো করে প্র্যাক্টিস চালাচ্ছেন। ঝুলন যেমন সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে নেটে বোলিং ও ট্রেনিং করছেন। পাশাপাশি সিএবির ইন্ডোরে জিম করছেন। তাও ভিড় এড়িয়ে। এমন সময় বেছে নিয়েছেন তিনি, যখন মাঠ বা জিম ফাঁকা থাকে। বঙ্গ ক্রিকেটারদের মধ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ। তাই সংস্পর্শ এড়িয়ে ভোরে বা দুপুরের ফাঁকা সময়ে প্রস্তুতি সারতে হচ্ছে কিংবদন্তি পেসারকে।
রিচা আবার শিলিগুড়িতে নিজের মতো করে বাঘাযতীন ক্লাবে প্রস্তুতি সারার চেষ্টা করছেন। খোঁজ নিয়ে জানা গেল, বাকি ক্রিকেটারেরাও নিজের নিজের মতো করে প্রস্তুতি সারছেন।
ঝুলন বলছেন, 'জৈব সুরক্ষা বলয়ের মধ্যেও করোনা হচ্ছে। আমাদের আপাতত কোনও প্রস্তুতি শিবির হচ্ছে না। যে শিবির হওয়ার কথা ছিল তা বাতিল হয়েছে।' যোগ করছেন, 'একটাই সুবিধা যে আমরা বিশ্বকাপের অনেক আগে নিউজিল্যান্ডে পৌঁছে যাচ্ছি। কিউয়িদের বিরুদ্ধে সিরিজটা ভীষণ গুরুত্বপূর্ণ। ওটাই আমাদের চূড়ান্ত প্রস্তুতি হতে চলেছে।'
আরও পড়ুন: ছেড়েছেন চিনি-রুটি-বিস্কুট, ঊনচল্লিশেও সুপারফিট, বাংলার কিংবদন্তির প্রেরণা অ্যান্ডারসন