New Zealand's tour to India: দেশের মাটিতে উইলিয়ামসনদের বিরুদ্ধে প্রতিশোধের সুযোগ কোহলির ভারতের
২০২১-২০২৩ সাল পর্যন্ত পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজ়িল্য়ান্ড তাদের অভিযান শুরু করছে ভারতের বিরুদ্ধেই।
সাউদাম্পটন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে পরাজয়ের পর ২৪ ঘণ্টাও কাটেনি। প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে গেলেন বিরাট কোহলিরা। এবং এবার দেশের মাটিতে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গত দু'বছর ধরে অবিশ্বাস্য কেটেছে ভারতীয় দলের। অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারানো থেকে শুরু করে ইংল্যান্ড থেকে সিরিজ জিতে ফেরা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ়কে হারানো, দক্ষিণ আফ্রিকাকে হারানো, বাংলাদেশের বিরুদ্ধে জয়, বিরাট কোহলি ও তাঁর দলের সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে একের পর এক রঙিন পালক। তবে একমাত্র ধাক্কা ছিল নিউজ়িল্য়ান্ড সফরে। কিউয়িদের দেশে গিয়ে টেস্ট সিরিজ হেরে ফিরেছিলেন কোহলিরা।
সেই নিউজ়িল্যান্ডের কাছেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হারতে হয়েছে ভারতীয় দলকে। এবার ফের কিউয়িদের মোকাবিলা করার সুযোগ পাচ্ছেন কোহলি-অজিঙ্ক রাহানেরা। এবং এবার নিজেদের দেশের মাটিতে।
২০২১-২০২৩ সাল পর্যন্ত পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই হবে। ২০২১ সালের জুন থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত সময়ে হবে পরের চ্যাম্পিয়নশিপের লড়াই। এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজ়িল্য়ান্ড তাদের অভিযান শুরু করছে ভারতের বিরুদ্ধেই। আগামী নভেম্বরে ভারতে এসে ২ টেস্টের সিরিজ় খেলবেন কেন উইলিয়ামসনরা।
গতবারের মতোই এবারও ২০২১-২০২৩ সময়কালে দেশে এবং বিদেশে তিনটি করে টেস্ট সিরিজ খেলবে সবকটি দল। নিউজ়িল্যান্ড তাদের অভিযান শুরুই করবে ভারতের বিরুদ্ধে সিরিজ় খেলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে এখনও অপরাজিত উইলিয়ামসনরা।
ভারতের বিরুদ্ধে সিরিজ খেলে ফিরে নিজেদের দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজ় খেলবেন কেন উইলিয়ামসনরা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে নিউজ়িল্যান্ডের সঙ্গে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ব্ল্যাক ক্যাপসদের দেশে যাবে দক্ষিণ আফ্রিকা। তারপর ইংল্যান্ডে গিয়ে জো রুটদের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজ়িল্যান্ড। আগামী বছরের নভেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলার কথা কিউয়িদের। সেই সিরিজ়টি হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে সেই সিরিজের সময়সূচি কিছু এখনও ঘোষিত হয়নি।