এক্সপ্লোর
Advertisement
শাকিব-মুশফিকুরের যুগলবন্দিতে দক্ষিণ আফ্রিকার সামনে ৩৩১ রানের লক্ষ্য রাখল বাংলাদেশ
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হার থেকে বাঁচতে হলে প্রোটিয়দের করতে হবে ৩৩১ রান।
লন্ডন: বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিংয়ে ব্যাঘ্রবিক্রম বাংলাদেশের। শাকিব-মুশফিকুরের যুগলবন্দিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন শতাধিক রানের স্কোর করল বেঙ্গল টাইগাররা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হার থেকে বাঁচতে হলে প্রোটিয়দের করতে হবে ৩৩১ রান।
এদিন টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসি। সৌম্য ও তামিমের সৌজন্যে শুরুটা ভালই হয় মোর্তাজাদের। এরপর বাঁ হাতি শাকিব আল হাসান ও ডান হাতি ব্যাটসম্যান মুশফিকুর রহমানের যুগলবন্দিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের মতো মঞ্চে এই প্রথম তিনশোর ওপর রান করল বাংলাদেশ। ৭৫ রানের ইনিংস খেলেন শাকিব। অন্যদিকে মুশফিকুরের ব্যাট থেকে আসে ৭৮ রানের ইনিংস। ফিনিশার হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা নেন মাহমদ্দুলাহও। শেষ পর্যন্ত ৩৩ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন এই ডান হাতি ব্যাটসম্যান।Finishing on 330/6, Bangladesh have hit the highest total of #CWC19 ???? ???? ????
Mushfiqur and Shakib both struck half-centuries, before Mahmudullah and Mosaddek struck some lusty blows to finish the innings with a bang! #RiseOfTheTigers #SAvBAN LIVE ????https://t.co/6wY1jYPAUQ pic.twitter.com/4abjlm6ATu — Cricket World Cup (@cricketworldcup) June 2, 2019
দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট পেয়েছেন ফেলুকায়ো, ইমরান তাহির ও ক্রিস মরিস।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement