এক্সপ্লোর
Advertisement
আজ বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা
ভারতীয় দলের অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ড্য প্রথম পছন্দ। দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাডেজা ও বিজয় শঙ্করকে নিয়ে আলোচনা চলছে। এই দুজনের মধ্যে কোনও একজন দলে জায়গা পেতে পারেন বলে মনে হচ্ছে। দল নির্বাচনের সময় দ্বিতীয় উইকেটরক্ষক নিয়েও সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের। এম এস ধোনির এক্ষেত্রে কোনও বিকল্প নেই। ব্যাক আপ উইকেটরক্ষক হিসেবে দীনেশ কার্তিক বা ঋষভ পন্তের মধ্যে কোনও একজনকে নেওয়া হতে পারে
মুম্বই: আগামী বিশ্বকাপের জন্য আজ ভারতীয় দল ঘোষণা হবে। ১০ দলের এই টুর্নামেন্ট আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে। এই টুর্নামেন্টের জন্য বিসিসিআই আজ ভারতীয় দলের ১৫ জন সদস্যের নাম ঘোষণা করবে। আজ দুপুরে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি মুম্বইয়ে বৈঠকে বসবে। এই বৈঠকের পর খেলোয়াড়দের নাম ঘোষণা হবে। বিশ্বকাপের জন্য ২৩ এপ্রিলের মধ্যে দল ঘোষণার সময় ধার্য করেছে আইসিসি।
ভারতের বিশ্বকাপ স্কোয়াডে নয় খেলোয়াড়ের জায়গা পাকা। দলের অধিনায়ক বিরাট কোহলি। সহ অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও শিখর ধবন, এমএস ধোনি, জসপ্রিত বুমরাহ, যজুবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, হার্দিক পান্ড্য-এর মতো খেলোয়াড়দের ইংল্যান্ডগামী উড়ানের টিকিট নিশ্চিত।
এছাড়াও আরও ৩-৪ জন খেলোয়াড়ের বিশ্বকাপ স্কোয়াডে থাকাটাও একরকম নিশ্চিতই। তবে এক বা দুটি জায়গা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
দলে এমন তিনটি জায়গা রয়েছে, যার সমাধান বের করতে হবে নির্বাচকদের। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গা নিয়ে। দলের চার নম্বর হিসেবে অম্বাতি রায়ডু, লোকেশ রাহুল, আজিঙ্কা, রাহানে শ্রেয়স আয়ার ও সঞ্জু স্যামসনের নাম নিয়েও আলোচনা চলছে। তাঁদের মধ্যে কোনও একজনকে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় দলের অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ড্য প্রথম পছন্দ। দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাডেজা ও বিজয় শঙ্করকে নিয়ে আলোচনা চলছে। এই দুজনের মধ্যে কোনও একজন দলে জায়গা পেতে পারেন বলে মনে হচ্ছে।
দল নির্বাচনের সময় দ্বিতীয় উইকেটরক্ষক নিয়েও সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের। এম এস ধোনির এক্ষেত্রে কোনও বিকল্প নেই। ব্যাক আপ উইকেটরক্ষক হিসেবে দীনেশ কার্তিক বা ঋষভ পন্তের মধ্যে কোনও একজনকে নেওয়া হতে পারে, যিনি চার নম্বরে ব্যাট করতে নেমে দলের প্রয়োজন পূরণ করতে পারেন এবং প্রয়োজনে দ্রুতগতিতে রানও তুলতে পারবেন।
গত দেড় বছরে কার্তিক দুরন্তে ছন্দে রয়েছেন। অন্যদিকে, ঋষভও নিজেকে প্রমাণ করেছেন। এখন দেখার, দুই ক্রিকেটার হিসেবে নির্বাচকরা কাকে বেছে নেন।
সমস্ত আলোচনা, বিতর্কর নিরিখে ভারতের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড হল- বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধওয়ন, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, মহম্মদ সামি, যশপ্রীত বুমরা, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাডেজা, কে এল রাহুল, ঋষভ পন্থ/দীনেশ কার্তিক।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement