এক্সপ্লোর
হতাশ পাক সমর্থকরা প্রশ্ন তুললেন প্লেয়ারদের ফিটনেস নিয়ে, ভিডিও ভাইরাল
ম্যাচের পর পাক সমর্থকরা দলের ওপর তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ওই ভিডিওতে পাক সমর্থকদের দাবি করতে শোনা যাচ্ছে যে, রবিবারের এই মহারণের আগে পাকিস্তানি খেলোয়াড়রা পিজা ও বার্গার খেয়েছিলেন।
ম্যাঞ্চেস্টার: রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে কার্যত বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। দলের এই অসহায় আত্মসমর্পণে ক্ষুব্ধ পাক দলের সমর্থকরা। তাঁরা দলের খেলোয়াড়দের ফিটনেসের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন তো আবার খেলোয়াড়দের ক্রিকেট ছেড়ে কুস্তিতে নামার পরামর্শও দিয়েছেন।
ম্যাচের পর পাক সমর্থকরা দলের ওপর তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ওই ভিডিওতে এক পাক সমর্থককে দাবি করতে শোনা যাচ্ছে যে, রবিবারের এই মহারণের আগে পাকিস্তানি খেলোয়াড়রা পিজা ও বার্গার খেয়েছিলেন।
উল্লেখ্য, রবিবারের ওই ম্যাচে ডিএসএস পদ্ধতিতে ভারতের কাছে ৮৯ রানে হেরে গিয়েছে পাকিস্তান। ভাইরাল ভিডিওতে এক পাক সমর্থককে বলতে শোনা গিয়েছে যে, আমি জানতে পেরেছি যে, পাক প্লেয়াররা গতকাল রাতে পিজা ও বার্গার খেয়েছিলেন। ক্রিকেট না খেলে পাক প্লেয়ারদের তো কুস্তিতে নামা উচিত। তাঁদের ওপর আমাদের এত আশা ছিল আর তাঁরা পিজা ও বার্গার খাচ্ছিলেন।
রবিবারের ম্যাচের ভারতের কাছে সব বিভাগেই পর্যুদস্ত হয়েছে পাকিস্তান। এই নিয়ে বিশ্বকাপে সাতটি ম্যাচেই ভারতের কাছে হারের মুখ দেখতে হল তাদের। প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দুরন্ত শতরান সহ দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে ভর করে ভারত পাকিস্তানের সামনে জয়ের জন্য ৩৩৭ রানের লক্ষ্য রাখে। জবাবে পাকিস্তান ৪০ ওভারে ৮ উইকেটে ২১২ রান করে। ডিএলএস পদ্ধতিতে জয়ের সংশোধিত লক্ষ্য থেকে ৮৯ রান দূরে থেমে যায় পাকিস্তান। বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে পাকিস্তানের সংগ্রহ তিন পয়েন্ট। আগামী রবিবার পরের ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে।Wahan Pakistan mein logon ko roti naseeb nahi ho rahi, Timaatar dekhne ko nahi mil rahe aur Sarfaraz Bhaijaan Burger khaate rahe, Pizze khaate rahe. Tauba-Tauba ka mukaam hai ????????????
Dil ro raha hai - 2019 edition #INDvPAK #CWC19 pic.twitter.com/gtXnMrdNUn — Yo Yo Funny Singh (@moronhumor) June 17, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement