সেরা বোলিং আক্রমণ নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ভারত, হার্দিক হবেন ‘এক্স-ফ্যাক্টর’, বিরাটদের শেষ চারে দেখছেন লালচাঁদ রাজপুত
সেরা বোলিং আক্রমণ নিয়েই বিশ্বকাপ অভিযানে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল, মত প্রাক্তন ম্যানেজার লালচাঁদ রাজপুতের।
![সেরা বোলিং আক্রমণ নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ভারত, হার্দিক হবেন ‘এক্স-ফ্যাক্টর’, বিরাটদের শেষ চারে দেখছেন লালচাঁদ রাজপুত World Cup 2019- India go into world cup as the best bowling side, says Lalchand Rajput সেরা বোলিং আক্রমণ নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ভারত, হার্দিক হবেন ‘এক্স-ফ্যাক্টর’, বিরাটদের শেষ চারে দেখছেন লালচাঁদ রাজপুত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/05/19183901/India.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সেরা বোলিং আক্রমণ নিয়েই বিশ্বকাপ অভিযানে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল, মত প্রাক্তন ম্যানেজার লালচাঁদ রাজপুতের। প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের দাবিকে কার্যত নস্যাত্ করে দিয়ে প্রাক্তন ক্রিকেটার লালচাঁদ জানিয়েছেন, “ভারত তার সেরা বোলিং আক্রমণ নিয়েই নামছে। এই দলে ভারসাম্য আছে।” ভারতীয় স্কোয়াডে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার থাকার কারণে বিরাটরা আরও শক্তিশালী হয়েছে বলেই মত তাঁর।
জিম্বাবোয়ের বর্তমান কোচ লালচাঁদ রাজপুতের মতে ভারতীয় দলে এক্স-ফ্যাক্টর হবেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এবং জাদেজার মতো ক্রিকেটার ব্যাটিংয়ে নীচের দিকে থাকায় দলের ভীত আরও শক্ত হবে বলেই মত তাঁর।
প্রসঙ্গত, ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে ম্যানেজারের ভূমিকায় ছিলেন লালচাঁদ। সেই দলের সঙ্গে এই দলের তুলনা টেনে তিনি বলেন, সে সময়েও দলে অলরাউন্ডার ছিল, এখনও ভারত ভাল অল-রাউন্ডার পেয়েছে। ভারতীয় দলের প্রথম তিন ব্যাটসম্যানের প্রশংসাও শোনা গিয়েছে রাজপুতের গলায়। তাঁর কথায়, “অতীতে (বীরেন্দ্র) সহবাগ, সচিন (তেন্ডুলকর) ছিলেন, এখন দলে শিখর, রোহিত রয়েছেন। তিনে রয়েছেন অধিনায়ক কোহলি নিজে। ফিনিশার হিসেবে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি।” সব মিলিয়েই বিশ্বকাপে ভারত নিয়ে বেশ আশাবাদী লালচাঁদ রাজপুত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)