এক্সপ্লোর
Advertisement
এবার বিজয় শঙ্করের চোট ঘিরে আশঙ্কা, ভয়ের কিছু নেই, খবর দলীয় সূত্রের
ভারতীয় শিবিরে ফের চোটের আশঙ্কা। এবার অলরাউন্ডার বিজয় শঙ্করের চোট ঘিরে আশঙ্কা দানা বাঁধল। বুধবার দলের বৃষ্টিবিঘ্নিত ট্রেনিং সেশনে গোড়ালিতে আঘাত পেয়েছিলেন তিনি। এরপর আজ বৃহস্পতিবার অনুশীলনে যোগ দিলেন না তিনি।
সাউদাম্পটন: ভারতীয় শিবিরে ফের চোটের আশঙ্কা। এবার অলরাউন্ডার বিজয় শঙ্করের চোট ঘিরে আশঙ্কা দানা বাঁধল। বুধবার দলের বৃষ্টিবিঘ্নিত ট্রেনিং সেশনে গোড়ালিতে আঘাত পেয়েছিলেন তিনি। এরপর আজ বৃহস্পতিবার অনুশীলনে যোগ দিলেন না তিনি।
বুধবার অনুশীলনের সময় জসপ্রিত বুমরাহর একটি ইয়র্কার তাঁর গোড়ালিতে লাগে। এই আঘাতে তাঁর গোড়ালিতে ব্যাথা লাগে।
যদিও ভারতীয় দলের সূত্রে জানানো হয়েছে যে, এ ব্যাপারে এখনও উদ্বেগের কিছু নেই। সংবাদসংস্থাকে ওই সূত্র জানিয়েছে, বিজয়ের ব্যাথা হয়েছিল ঠিক। কিন্তু সন্ধের মধ্যেই তা কমে যায়। আশা করা হচ্ছে, এ ব্যাপারে ভয়ের কিছু নেই।
বৃহস্পতিবার বিজয়কে স্লিপার পরে সামান্য খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। পরে জগিং করার চেষ্টা করেন তিনি। কিন্তু অর্ধেক ল্যাপ দেওয়ার পর আর জগিং করেননি। অন্যরা ফিল্ডিং অনুশীলন ও নেট সেশনে যোগ দিলেও বিজয় হাল্কা কিছু ব্যায়াম করেন বিজয়।
ভারতীয় ব্যাটিং লাইনআপের চার নম্বর ব্যাটসম্যান বিজয়।যদিও এক্ষেত্রে ফ্লোটার হিসেবে ব্যবহার করা হচ্ছে তাঁকে।
একইসঙ্গে তিনি মিডিয়াম পেসারও। পাকিস্তানের বিরুদ্ধে সরফরাজ আহমেদ সহ দুই ব্যাটসম্যানকে আউট করেছিলেন তিনি।
উল্লেখ্য, হাতের বুড়ো আঙুলে চোটের জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন ওপেনার শিখর ধবন। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আগামী দুটি ম্যাচ খেলতে পারবেন না পেসার ভুবনেশ্বর কুমার। এই পরিস্থিতিতে বিজয়ের চোট টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়াতে পারে।
আগামী আটদিন বোলিং করবেন না ভুবনেশ্বর। আগামী ৩০ জুন বার্মিহামে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের তাঁকে খেলানোর কথা ভাবা যেতে পারে। টিম ম্যানেজমেন্ট তাঁকে টুর্নামেন্টের শেষের দিনগুলিতে খেলানোর ব্যাপারে আশাবাদী। শিখরের ক্ষেত্রেও একই ধরনের আশা পোষণ করেছিল টিম ম্যানেজমেন্ট।
বিসিসিআই ও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও বলা হচ্ছে যে, ভুবনেশ্বরের বাম হ্যামস্ট্রিংয়ে স্টিফনেস রয়েছে, ছিঁয়ে যায়নি। হ্যামস্ট্রিং ছিঁড়ে গেলে বিস্বকাপে ভুবির ফিরে আসার সম্ভাবনা খুবই কম।
ভুবিকে শর্ট স্ট্রাইড ও জগিং করতে দেখা গিয়েছে। কিন্তু নেটে যোগ দেননি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement