Lionel Messi: অনুশীলনে ফিরলেন মেসি, বিশ্বচ্যাম্পিয়নকে 'গার্ড অফ অনার' পিএসজি সতীর্থদের
Lionel Messi Returns: বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এতদিন পর্যন্ত দেশেই ছুটি কাটাচ্ছিলেন মেসি। এবার বছর ঘুরতেই নেমে পড়লেন অনুশীলনে।
প্যারিস: স্বপ্নের বিশ্বজয়ের পর এতদিন পর্যন্ত নিজের দেশ আর্জেন্তিনাতেই ছুটি কাটাচ্ছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে নতুন বছরেই ছুটি শেষে ক্লাব প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) হয়ে খেলতে ফ্রান্সে ফিরলেন মেসি। আজ, বুধবারই (৪ জানুয়ারি) অনুশীলনেও নেমে পড়লেন 'এলএম১০'। মেসির ক্লাব পিএসজির তরফে মেসির আগমনের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
'গার্ড অফ অনার'
ক্লাবের অনুলীলন মাঠে ফেরার পরেই মেসিকে সকলে মিলে 'গার্ড অফ অনার' দেন। সেখানে কিলিয়ান এমবাপের ভাই ইথান এমবাপেকেও উপস্থিত থাকতে দেখা যায়। মেসির দীর্ঘদিনের বন্ধু নেমারও মেসির আগমনের পর তাঁকে শুভেচ্ছা জানান। অবশ্য কিলিয়ান এমবাপ ও মেসির কোনও ছবি বা ভিডিও এখনও ফ্রেমবন্দি হয়নি। প্রসঙ্গত, এমবাপের হ্যাটট্রিক সত্ত্বেও পেনাল্টিতে ফ্রান্সকে হারিয়েই বিশ্বজয়ী হয় আর্জেন্তিনা। তবে দেশের হয়ে বিশ্বকাপের প্রভাব কখনই ক্লাব ফুটবলে পড়বে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন এমবাপে।
View this post on Instagram
বিশেষ স্মারক
তবে মেসির আগমনে এমবাপেকে তাঁকে স্বাগত জানাতে দেখা যায়নি। মেসি ক্লাবের অনুশীলন মাঠে ফেরার পর সকলে তাঁকে 'গার্ড অফ অনার' তো দেনই, পাশাপাশি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তাইনকে এক বিশেষ স্মারকও পিএসজির তরফে উপহার দেওয়া হয়। শনিবার ফরাসি কাপে মাঠে নামবে পিএসজি। সম্ভবত সেই ম্যাচেই আর্জেন্তাইন মহাতারকা মাঠে নামতে পারেন। তা না হলে পরের বৃহস্পতিবার অ্যাঙ্গার্সের বিরুদ্ধেও তিনি পিএসজির হয়ে মাঠে ফিরতে পারেন। প্রসঙ্গত, নিজেদের গত লিগ ম্যাচে লেন্সের বিরুদ্ধে ৩-১ পরাজিত হয়েছিল পিএসজি। নেমার তাঁর আগের ম্যাচে লাল কার্ড দেখায় তিনি খেলননি। কিলিয়ান এমবাপে খেললেও, তিনি দলকে জেতাতে পারেননি।
আরও পড়ুন: 'ইউরোপে কাজ শেষ', আল নাসরে যোগ দিয়েই স্পষ্ট জানিয়ে দিলেন রোনাল্ডো