IND vs PAK: হুমকি মেল পেয়েই বাড়ল সতর্কতা, ভারত-পাক ম্যাচ ঘিরে আমদাবাদে কড়া নিরাপত্তা বেষ্টনী
ODI World Cup 2023: আমদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক এক বিবৃতিতে জানিয়েছেন, মোট ৭ হাজার পুলিশকর্মী ও ৪ হাজার হোমগার্ড নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
আমদাবাদ: আগামীকাল মহালয়া। বাঙালির দেবীপক্ষের সূচনার দিনেই ভারত-পাক (India vs Pakistan) ডুয়েল। ২২ গজের থ্রিলার থেকে বিনোদন। যা ঘিরে জমজমাট আয়োজন আমদাবাদে। একই সঙ্গে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ছেয়ে ফেলা হয়েছে পুরো স্টেডিয়াম চত্ত্বর।
প্রায় ১৫ হাজার নিরাপত্তা কর্মী। কঠোর নিরাপত্তা নরেন্দ্র মোদি স্টেডিয়াম চত্ত্বরে। পুলিশকর্মীরা ছাড়াও আগামীকালের ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন র্যাফ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের জওয়ান থেকে শুরু করে হোমগার্ডও থাকবেন।
আমদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক এক বিবৃতিতে জানিয়েছেন, ''আমেদাবাদে ক্রিকেট ম্যাচ ঘিরে কখনও অশান্তি দেখা যায়নি। তাও কোনও রকম সুযোগ নেওয়া হবে না। নিরাপত্তরক্ষীরা বিভিন্ন স্পর্শকাতর এলাকায় থাকবেন। যাতে কোনও রকম ঝামেলা না হয়।'' এছাড়াও মোট ৭ হাজার পুলিশকর্মী ও ৪ হাজার হোমগার্ড নিরাপত্তার দায়িত্বে থাকবেন। শহরের তিনটি জায়গায় মোতায়েন রাখা হবে এনএসজি জওয়ানদের। তৈরি থাকবে অ্যান্টি ড্রোন স্কোয়াড ও বম্ব স্কোয়াডের ১০টি দল। গোটা নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবেন ইন্সপেক্টর জেনারেল বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদ মর্যাদার চার জন আইপিএস আধিকারিক। স্টেট রিজার্ভ পুলিশের ১৩টি কোম্পানি এবং তিন কোম্পানি র্যাফ শহরের বিভিন্ন রাস্তায় থাকবে।
উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সির কাছে একটি অজ্ঞাতপরিচয় মেইল আসে। সেখানে দাবি জানানো হয় যে, অবিলম্বে জেল থেকে মুক্তি দিতে হবে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে। সঙ্গে চাই ৫০০ কোটি টাকা। তা না হলে হত্যা করা হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে তাঁর নামাঙ্কিত ক্রিকেট স্টেডিয়াম। এই মেইল পাওয়ার পর থেকেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রীকে নিশানা করার হুমকি ইমেলটি কোথা থেকে এসেছে, তা এখনও জানা যায়নি। মুম্বই পুলিশ এবং আমদাবাদ পুলিশ তদন্ত করছে।
এদিকে, আগামীকাল ভারত-পাক মেগা-ব্লকবাস্টার ম্যাচের আগে মাঠেই আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান। থাকবেন সচিন, বিগ বি থেকে রজনীকান্ত। পারফর্ম করবেন অরিজিৎ সিং, সুনিধী চহ্বাণরা। ম্যাচ শুরুর আগে ও ইনিংস ব্রেকে হবে অনুষ্ঠান।
গতকাল বিকেলে আমদাবাদে পৌঁছয় টিম ইন্ডিয়া। যদিও প্র্যাক্টিসে নামেনি রোহিত ব্রিগেড। তবে ভারতীয় দলের জন্য সুখবর, শুভমন গিলের নেটে স্বমহিমায় ব্য়াটিং করা। ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে এখন ডানহাতি ওপেনার পুরো সুস্থই। তবে ভারতীয় দল অনুশীলন না করলেও পুরোদস্তুর অনুশীলন সেরেছে গ্রিন আর্মি। ফুটবলে মাতলেন বাবর-রিজওয়ানরা। শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতীর্থদের পেপ টক দিতেও দেখা গেল পাক-ক্যাপ্টেনকে।
Anchor: গত এশিয়া কাপে ২ বার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও দ্বিতীয় ম্যাচটিতে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রোহিত বাহিনী। বিশ্বকাপের মঞ্চেও ২ দলের সাক্ষাতে এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি বাবর আজমের দল। ইতিহাসের পুনরাবৃত্তি কি ফের হবে? উত্তর মিলবে কিছুক্ষণ পরেই।