Swimming: মুর্শিদাবাদে আয়োজিত হল বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা
Longest Swimming Competition: ৮১ কিলোমিটার বিভাগের সাঁতার প্রতিযোগিতায় দেশ বিদেশের ২২ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।
শুভেন্দু ভট্টাচার্য, কলকাতা: মুর্শিদাবাদে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার আয়োজন করল গ্রিল গার্ড। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়শনের উদ্যোগে ৮১ কিলোমিটার ও ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা হল রবিবার, ৩ সেপ্টেম্বর।
১০ ঘণ্টারও বেশি ভাগিরথীর বুকে লড়াই। রবিবার, মুর্শিদাবাদের নদীবক্ষে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছিল গ্রিল গার্ড। প্রতিযোগিতার উদ্যোক্তা মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়শন। ৮১ কিলোমিটার বিভাগের সাঁতার প্রতিযোগিতায় দেশ বিদেশের ২২ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সেই বিভাগে সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন বাংলার প্রত্যয় ভট্টাচার্য।
অন্যদিকে এদিন, জিয়াগঞ্জ সদর ঘাট থেকে পুরুষ ও মহিলা বিভাগে ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতার সূচনা করেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখিরুজ্জামান। এই প্রতিযোগিতারও আয়োজক গ্রিল গার্ড। প্রসঙ্গত, নদীবক্ষে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার এটি ৭৭তম বর্ষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: শাহিনের বলে প্লে ডাউন হয়েছিলেন, বিরাটকে খােঁচা প্রাক্তন পাক ক্রিকেটারের