World Sports Journalists Day: বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা সচিনের
শুক্রবার, ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস।
নয়াদিল্লি: শুক্রবার, ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। প্রায় একশো বছর আগে, ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) এর আত্মপ্রকাশ ঘটে। বিশ্বের ক্রীড়া সাংবাদিকদের এক বন্ধনীতে নিয়ে আসার লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে ২ জুলাই দিনটিতে এআইপিএসের জন্মদিন হিসাবে স্মরণ করে ভারত-সহ সারা বিশ্বে পালিত হয়ে আসছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস।
আধুনিক বিশ্বে ক্রীড়া সাংবাদিকতা নতুন মাত্রা পেয়েছে। যত দিন যাচ্ছে, বাড়ছে ক্রীড়া সাংবাদিকতার গুরুত্ব। পাশাপাশি বাড়ছে এ পেশার সঙ্গে জড়িতদের গুরুত্বও।
শুক্রবার ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে ক্রীড়া দুনিয়ার অনেক বিশিষ্ট। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ক্রীড়া সাংবাদিকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ক্রীড়া সাংবাদিকেরা খেলাধুলো ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে অবিচ্ছেদ্য সেতু হিসাবে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সচিন লিখেছেন, 'বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসের শুভেচ্ছা জানাই সকলকে। ধন্যবাদ খেলার মাঠ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে একটা গুরুত্বপূর্ণ সেতু হিসাবে কাজ করার জন্য।' সেই সঙ্গে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে তোলা তাঁর একটি ছবিও পোস্ট করেছেন সচিন।
ছবিটি সচিনের কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচের সময় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তোলা। ২০১৩ সালে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলে ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছিলেন সচিন। সেই দুটি ম্য়াচ ছিল তাঁর কেরিয়ারের ১৯৯ ও ২০০ তম টেস্ট। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুশোতম টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর মুহূর্তটিকে অবিস্মরণীয় করে রাখতে সেই ম্যাচে উপস্থিত সমস্ত ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে ছবি তুলেছিলেন মাস্টার ব্লাস্টার।
শুক্রবার ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহও। তিনি লিখেছেন, 'খেলাধুলোর প্রচারে এবং কঠিন পরিশ্রমের কাহিনি, প্রত্যেক সাফল্য ও ব্য়র্থতার পিছনের লড়াই তুলে ধরার জন্য ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। সকলকে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসের অনেক শুভেচ্ছা।'