এক্সপ্লোর
যুবরাজ আমার সর্বকালের সেরা একাদশে থাকবে, ওর মতো ক্রিকেটারের বিদায়ী ম্যাচ পাওয়া উচিত ছিল, বলছেন কপিল
সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন যুবরাজ।
নয়াদিল্লি: যুবরাজ সিংহ কোনও বিদায়ী ম্যাচ না খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় অখুশি কপিল দেব। তাঁর মতে, যুবরাজের মতো একজন ক্রিকেটারের অবশ্যই বিদায়ী ম্যাচ পাওয়া উচিত ছিল। নিজের তৈরি সর্বকালের সেরা একাদশে তিনি যুবরাজকে রেখেছেন বলেও জানিয়েছেন কপিল।
সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন যুবরাজ। তিনি জানিয়েছেন, বিসিসিআই-এর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ইয়ো-ইয়ো টেস্টে ব্যর্থ হলে তাঁর বিদায়ী ম্যাচের ব্যবস্থা করা হবে। কিন্তু তিনি ইয়ো-ইয়ো টেস্টে উত্তীর্ণ হন। এরপর আর বিদায়ী ম্যাচ খেলা হয়নি।
এ বিষয়ে কপিল বলেছেন, ‘আমি যখনই সর্বকালের সেরা একাদশ বানাতে বসি, সবসময় সেই দলে যুবরাজকে রাখি। ওর মতো একজন ক্রিকেটার ‘আমি অবসর নিলাম’ বলার চেয়ে মাঠ থেকে বিদায় নিলেই ভাল লাগত। ও যেভাবে ক্রিকেট খেলেছে, জীবনের লড়াই করেছে, সেটা অসামান্য। ও ক্রিকেট মাঠে যে সাফল্য পেয়েছে, তার চেয়েও বেশি কিছু চাই।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement