WPL 2023 Final: রবিবাসরীয় ব্রেবোর্নে চাঁদের হাট, ডব্লিউপিএলের ফাইনাল দেখতে হাজির সচিন-রোহিতরা
MI-W vs DC-W: ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৩১ রান করেন দিল্লি ক্যাপিটালস।
মুম্বই: রবিবাসরীয় ব্রেবোর্নের সিসিআইতে চাঁদের হাট। এদিন প্রথম ডব্লিউপিএলের (WPL 2023) ফাইনালে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ দেখতেই একগুচ্ছ তারকা মাঠে ভিড় জমান। এই তালিকায় ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর তো রয়েছেনই, রয়েছেন বর্তমান ভারতীয় অধিনায়ক পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাও।
ফাইনালে চাঁদের হাট
রোহিত ভারতীয় অধিনায়ক হওয়ার পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজির পুরুষ দলেরও অধিনায়ক বটে। অপরদিকে, সচিন দলের মেন্টরের দায়িত্বে রয়েছেন, তাই তাঁদের মাঠে দেখে খুব একটা অবাক হওয়ার কিছুই নেই। রোহিত, ঈশান কিষাণরা এদিন মুম্বইয়ের জার্সি গায়ে গলিয়েই মাঠে উপস্থিত ছিলেন। অপরদিকে, দিল্লির জার্সি গলিয়ে ইউসুফ পাঠানকে মাঠে দেখতে পাওয়া যায়।
The legendary @sachin_rt in the house for the #Final 😃🙌🏻
— Women's Premier League (WPL) (@wplt20) March 26, 2023
Follow the match ▶️ https://t.co/N0U4wKUU0z#TATAWPL | #DCvMI pic.twitter.com/s3WcTg6com
No shortage of support today for @mipaltan 😎
— Women's Premier League (WPL) (@wplt20) March 26, 2023
Follow the match ▶️ https://t.co/N0U4wKUU0z#TATAWPL | #DCvMI | #Final pic.twitter.com/49Wt7Zx6FV
প্রথম ইনিংসে শিখাদের লড়াই
ডব্লিউপিএলের ফাইনালে (WPL 2023 Final) নিরন্তর ব্যবধানে উইকেট হারানোর কোনও সময়ই মনে হয়েনি যে দিল্লি ক্যাপিটালস ((Delhi Capitals)) বড় রান তুলতে পারবে। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোলারদের দাপটে ৭৯ রানেই নয় উইকেট হারিয়ে ফেলেছিল দিল্লি। তবে শেষমেশ শিখা পাণ্ডে (Shikha Pandey) ঝোড়ো ব্যাটিংয়ে কিছুটা লড়াইয়ের রসদ পেল ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লি ১৩১/৯ রান তুলল।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। এদিন দলে এক বদল করেই মাঠে নেমেছে দিল্লি। পুনম যাদবের বদলে মিন্নু মানি দিল্লি দলে সুযোগ পান। ম্যাচের আগে দিল্লির ওপেনারদের সেরার তকমা দিয়েছিলেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে এদিন ম্যাচের শুরুতেই দিল্লির ওপেনিং পার্টনারশিপ ভাঙতে সক্ষম হন ইসি ওয়ং (Issy Wong)। ১১ রানে সাজঘরে ফেরেন শেফালি ভার্মা। গত ম্যাচে হ্যাটট্রিক নিয়ে সকলের নজর কেড়েছিলেন এই ম্যাচে নতুন বলে তাঁর ফুলটস বলই দিল্লির কাঁটা হয়ে দাঁড়ায়।
ফুলটস বলেই একে একে শেফালি, অ্যালিস ক্যাপসি (০) ও জেমাইমা রডরিগেজকে (৯) ফেরান ওয়ং। পরপর তিন উইকেট হারালেও টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক মেগ ল্যানিং কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন মারিজ্জানে কাপ। দুইজনে মিলে ৩৮ রান যোগ করেন। তবে অ্যামেলিয়া কের সেই পার্টনারশিপ ভাঙেন। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির মিডল অর্ডার। ছয় রানের ব্যবধানে ছয় উইকেট হারায় দিল্লি।
তবে ৭৯ রানে নয় উইকেট হারিয়ে ফেলা দিল্লি ক্যাপিটালসের ইনিংসে প্রয়োজনীয় অক্সিজেনের জোগান দেন শিখা পাণ্ডে ও রাধা যাদব। দশম উইকেটে ৫২ রান যোগ করেন দুইজনে। শিখা ১৭ বলে ২৭ ও রাধা ১২ বলে ২৭ রান করেন। এই দুই তারকাই দিল্লিকে লড়াইয়ের রসদ এনে দেন।
আরও পড়ুন: দশম উইকেটে অর্ধশতরানে পার্টনারশিপে ১৩১ রান তুলল দিল্লি ক্যাপিটালস