WPL Auction: শূন্যস্থান ৩০, আবেদনকারী ১৬৫, আজ কখন-কোথায় দেখবেন ডব্লিউপিএলের নিলাম?
WPL Auction 2024: পাঁচ দল। ১৬৫ ক্রিকেটার। শনিবার মুম্বইয়ে (Mumbai) বসছে মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL) নিলাম। পাঁচ দলে শূন্যস্থান মাত্র ৩০।
মুম্বই: ডিসেম্বর যেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা দুই মাহেন্দ্রক্ষণ নিয়ে হাজির হয়েছে। ১৯ ডিসেম্বর রয়েছে আইপিএলের (IPL) নিলাম। যেদিন দল গুছিয়ে নেওয়ার লড়াইয়ে নামবে দশ দল। তার ঠিক দশ দিন আগে আজ, শনিবার, ৯ ডিসেম্বর মুম্বইয়ে বসছে ডব্লিউপিএলের (WPL) নিলাম।
পাঁচ দল। ১৬৫ ক্রিকেটার। শনিবার মুম্বইয়ে (Mumbai) বসছে মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL) নিলাম। পাঁচ দলে শূন্যস্থান মাত্র ৩০। বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে ৯ জন। যার মধ্যে গুজরাত জায়ান্টস (Gujarat Giants) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (RCB) রয়েছে ৬ বিদেশি ক্রিকেটার নেওয়ার মতো জায়গা। সব মিলিয়ে নিলামের আগে অঙ্ক কষতে ব্যস্ত পাঁচ দল। চলছে চূড়ান্ত মুহূর্তের হিসেবনিকেশ।
উইমেন্স প্রিমিয়ার লিগে গতবারের তিন দল - চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, রানার আপ দিল্লি ক্যাপিটালস ও তৃতীয় স্থানে থাকা ইউপি ওয়ারিয়র্স বেশিরভাগ ক্রিকেটারই ধরে রেখেছে। মুম্বই ও ইউপি ১৩ জন করে ক্রিকেটার ও দিল্লি ১৫ জন ক্রিকেটার ধরে রেখেছে। ১৬৫ জন ক্রিকেটারের মধ্যে কাদের জন্য ঝাঁপাবে পাঁচ দল?
Today is the BIG DAY! 🙌
— Women's Premier League (WPL) (@wplt20) December 9, 2023
How are the 5 teams placed ahead of the #TATAWPLAuction? 🤔
Our auctioneer Mallika Sagar is here with all the deets 😎👇 pic.twitter.com/LEQtjasm5w
কী ইভেন্ট?
মহিলাদের আইপিএল বা ডব্লিউপিএলের নিলাম
কোথায় হবে?
এবারের নিলামের আসর বসছে মুম্বইয়ে
শূন্যস্থান কত?
মোট ৩০ জন ক্রিকেটার নেওয়ার জায়গা রয়েছে পাঁচ দলে
আবেদন করেছেন ক'জন?
ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে মোট ১৬৫ জন ক্রিকেটার আবেদন করেছেন নিলামের টেবিলে ওঠার জন্য
কখন শুরু হবে নিলাম?
ডব্লিউপিএলের নিলাম শুরু হবে দুপুর ৩টে থেকে
কোন চ্যানেলে দেখবেন?
টেলিভিশনে স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি দেখা যাবে ডব্লিউপিএলের নিলাম
অনলাইন স্ট্রিমিং
যাঁরা স্মার্টটিভি, ল্যাপটপ বা মোবাইল ফোনে দেখতে চান ডব্লিউপিএলের নিলাম, তাঁদের জন্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে জিও সিনেমা
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বিরাট ধাক্কা দক্ষিণ আফ্রিকার, ছিটকে গেলেন তারকা পেসার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।