এক্সপ্লোর
Advertisement
কুস্তি-বিতর্ক: প্রধানমন্ত্রীকে চিঠি সুশীলের
নয়াদিল্লি: কুস্তি বিতর্কে নয়া মোড়৷ এবার ট্রায়ালের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন সুশীল কুমার৷ সুশীল না নরসিংহ, রিও অলিম্পিকে কে অংশ নিতে পারবে, তা ঠিক করতেই ট্রায়ালের আবেদন৷ শীঘ্রই তিনি দেখা করবেন নরেন্দ্র মোদীর সঙ্গে৷ প্রধানমন্ত্রীর দফতরের তরফে সেই চিঠি গ্রহণ করা হবে৷ প্রধানমন্ত্রীও সুশীলের সঙ্গে দেখা করবেন বলে তাঁর দফতরের তরফে জানানো হয়েছে৷ সূত্রের খবর, রিও অলিম্পিকে অংশগ্রহণকারী সম্ভাব্য যে কুস্তিগিরদের তালিকা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে, তাতে নাম নেই দুবারের অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের৷ আর, তাই বিতর্কের আগুনে ঘি ঢালে৷
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৭৪ কেজি বিভাগের কুস্তিতে ব্রোঞ্জ জয়ের সুবাদে অলিম্পিক দলে জায়গা পেয়েছেন নরসিংহ যাদব৷ চোটের কারণে ওই ইভেন্টে নামতে পারেননি সুশীল কুমার৷ নিয়ম অনুসারে, ওই বিভাগে কেবলমাত্র একজনই অলিম্পিকে যেতে পারেন৷ এরপরই শুরু হয় দুই কুস্তিগিরের টক্কর৷ এদিকে, নরসিংহের সাফ কথা, রিও অলিম্পিকে অংশগ্রহণের অধিকার আমার। কারণ আমিই যোগ্যতা অর্জন করেছি৷
অচলাবস্থা কাটাতে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসছে ভারতীয় কুস্তি ফেডারেশন৷ দুই কুস্তিগিরের মধ্যে ট্রায়াল নেওয়া হবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ওইদিনই৷ বৃহস্পতিবারই হয়তো কাটতে চলেছে কুস্তি বিতর্কের জট৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement