(Source: ECI/ABP News/ABP Majha)
WTC 2021, Innings Highlights: শামিদের হাত ধরে প্রত্যাঘাত ভারতের, ৩২ রানের লিড নিয়ে অলআউট নিউজ়িল্যান্ড
মঙ্গলবার ম্য়াচের পঞ্চম দিনও বাদ সেধেছিল বৃষ্টি। যে কারণে এদিনও দেরিতে শুরু হয় খেলা।
সাউদাম্পটন: বৃষ্টিতে ম্যাচের প্রথম দিন ভেস্তে যাওয়ার পর ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন কটাক্ষ করে ট্যুইট করেছিলেন, প্রকৃতি বাঁচিয়ে দিল ভারতকে! যে ট্যুইট বিতর্ক তৈরি করেছিল।
প্রথম ইনিংসে মাত্র ২১৭ রানে অল আউট হয়ে যাওয়ায় ভনকে যেন জবাব দেওয়া যায়নি। চাপ বাড়িয়েছিল বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে নিউজ়িল্যান্ডের মাত্র ২ উইকেট হারিয়ে একশো তুলে ফেলাও।
মঙ্গলবার ম্য়াচের পঞ্চম দিনও বাদ সেধেছিল বৃষ্টি। যে কারণে এদিনও দেরিতে শুরু হয় খেলা। তবে পরের দিকে রোদ ঝলমলে আকাশ দেখা যায় সাউদাম্পটনে। সেই সঙ্গে ভারতীয় শিবিরেও যেন ফেরে আলো। ভারতীয় বোলারদের দাপটে নিউজ়িল্যান্ড অলআউট হয়ে যায় ২৪৯ রানে। একটা সময় মনে হচ্ছিল বড় রানের লিড নেবে নিউজ়িল্যান্ড। তবে মাত্র ৩২ রানের লিড নিয়েই থেমে যায় কিউয়িদের ইনিংস।
আর ভারতের হয়ে বল হাতে প্রত্যাঘাতে নেতৃত্ব দেন মহম্মদ শামি। বাংলার পেসার তুলে নেন চার উইকেট। তাঁর শিকারের ঝুলিতে রস টেলর, বি জে ওয়াটলিং, কলিন ডি'গ্র্যান্ডহোম ও কাইল জেমিসন। তিন উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা। দুই উইকেট আর অশ্বিনের। এক উইকেট রবীন্দ্র জাডেজার।
ভারতীয় বোলারদের বিরুদ্ধে ব্যাট হাতে সেরা লড়াইটা করলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রায় পাঁচ ঘণ্টা ক্রিজে কাটিয়ে ১৭৭ বলে ৪৯ রান করে ইশান্তের বলে স্লিপে বিরাট কোহলির হাতে ক্য়াচ দিয়ে ফিরলেন তিনি। উইলিয়ামসন ফেরার পর একটি চার ও দুটি ছক্কা মেরে কিছুটা লড়াই করেছিলেন টিম সাউদি। তাঁর ৩০ রানের জন্যই লিড নিতে সক্ষম হয় ব্ল্যাক ক্যাপস শিবির।
বৃষ্টি ম্যাচে বারবার বিঘ্ন ঘটিয়েছে। যা দেখে আইসিসির ফাইনাল ম্যাচ আয়োজনের সময়কে কটাক্ষ করেছেন বীরেন্দ্র সহবাগ। তিনি ট্যুইট করেছেন, 'ব্যাটসম্যানরা ঠিকমতো টাইমিং পেল না, আইসিসিও পেল না।' মন্টি পানেসরের মতো ইংল্য়ান্ডের প্রাক্তন ক্রিকেটারের মতে, এই সময়ে ইংল্যান্ডে বৃষ্টি খুব স্বাভাবিক ঘটনা। সেটা জেনেও কেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে করা হল!