এক্সপ্লোর
দেশের সেরা ৭৪ ক্রিকেটারের মধ্যে নেই যুবরাজ!

নয়াদিল্লি: নির্বাচকদের বিচারে দেশের সেরা ৭৪ জন ক্রিকেটারের মধ্যে এখন আর নেই যুবরাজ সিংহ। টেস্ট দলে তাঁর জায়গা নেই, দলীপ ট্রফির জন্য যে ৪৫ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে সেখানেও তিনি নেই, এমনকী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত ১৪ সদস্যের বোর্ড সভাপতি একাদশেও সুযোগ মেলেনি ২০১১ সালের বিশ্বকাপের সেরা ক্রিকেটারের। সুরেশ রায়না দলীপ ট্রফির দলে আছেন। ফলে তিনি ভবিষ্যতে ফের জাতীয় দলে সুযোগ পেতেও পারেন। কিন্তু যুবরাজকে যে দলে নেওয়ার কোনও সম্ভাবনা নেই, সেটা বুঝিয়ে দিয়েছেন নির্বাচকরা। বোর্ড সভাপতি একাদশে সুযোগ পেয়েছেন বাংলার উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী, আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখানো রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, এম এস ওয়াশিংটন সুন্দর। দিল্লির অখ্যাত বাঁ হাতি পেসার কুলবন্ত খেজরোলিয়াও ১৪ জনের দলে আছেন। দলীপ ট্রফির দলেও বাংলা থেকে আছেন মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায় ও অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু কোনও দলেই যুবরাজের জায়গা হয়নি। এ বিষয়ে বিসিসিআই-এর আধিকারিক বলেছেন, ‘যুবরাজের ফিটনেসের প্রচণ্ড অবনতি হয়েছে। কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলি একাধিকবার বলেছেন, জাতীয় দলে সুযোগ পেতে গেলে ফিটনেসের নির্দিষ্ট মাপকাঠি পেরোতেই হবে। নির্বাচকদের মতোই টিম ম্যানেজমেন্টও সামনের দিকে তাকাতে চায়।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















