Poulami Adhikari: এগিয়ে এলেন অরূপ বিশ্বাস, আগামীকাল আইএফএ সচিবের সঙ্গে দেখা, পৌলমীর সুদিন কি ফিরবে?
Poulami Adhikari Update: তাঁর সাক্ষাৎকারটি প্রত্য়েকেই দেখেছেন। বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। বিদেশেও খেলতে গিয়েছেন। কিন্তু সবই এখন ধূসর অতীত। ভালবাসার ফুটবল ঘরে দুবেলা ভাত জোগাতে পারত না।
কলকাতা: চেয়েছিলেন বড় ফুটবলার হতে। কিন্তু ভাগ্যের অদ্ভূত পরিহাস। ফুটবল নিয়ে মাঠে দৌড়ানোর বদলে তাঁকে এখন খাবারের ব্যাগ কাঁধে ছুটতে হয়। মানুষের বাড়িতে বাড়িতে সময় মত খাবার পৌঁছে দেওয়াই একমাত্র লক্ষ্য এখন তাঁর। তিনি বেহালার পৌলমী অধিকারী (Poulami Adhikari)। গত মঙ্গলবার যাঁর একান্ত সাক্ষাৎকার দেখিয়েছিলাম আমরা। এবিপি লাইভে নিজের দুঃখ, কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। ইচ্ছে প্রকাশ করেছিলেন, যদি খেলতে পারতেন সিনিয়র জাতীয় দলে। ইচ্ছে, যদি কেউ সাহায্যের হাত একটু এগিয়ে দেন। সাহায্য এল। ডেকে পাঠালেন মন্ত্রী। ফোন এল আইএফএ থেকে।
পুরো ভিডিওটি দেখতে ক্লিক করুন:
তাঁর সাক্ষাৎকারটি প্রত্য়েকেই দেখেছেন। বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। বিদেশেও খেলতে গিয়েছেন। কিন্তু সবই এখন ধূসর অতীত। ভালবাসার ফুটবল ঘরে দুবেলা ভাত জোগাতে পারত না। তাই জোম্যাটো ডেলিভারির কাজ করেন পৌলমী এখন। এবিপি লাইভ ও এবিপি আনন্দে সে খবর সম্প্রচারিত হয়েছে। ভাইরাল হয়েছে। আর তারপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। তাঁরই নির্দেশে জাতীয় মহিলা ফুটবল দলে খেলা পৌলমী অধিকারীকে ডেকে কথা বললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রীকে সামনে পেয়ে ফুটবল গার্লের আর্তি, একটা কাজ চাই, ফিরতে চাই মাঠে। আর পৌলমীকে পাশে বসিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, 'ও আবার খেলবে, পাশে থাকবে সরকার।'
এবিপি লাইভকে ফোনে পৌলমী জানালেন, ''আজ ক্রীড়ামন্ত্রী আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তাঁর সঙ্গে কথা হল আমার। আমার থেকে কাগজপত্র দেখতে চেয়েছিলেন তিনি। এছাড়াও যাবতীয় প্রমাণপত্র চেয়েছিলেন তিনি। উনি আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।''
আগামীকাল আইএফএ সচিব অনির্বাণ দত্ত ডেকে পাঠিয়েছেন পৌলমীকে। এবিপি লাইভ ফোনে যোগাযোগ করেছিল অনির্বাণের সঙ্গে। তিনি বলেন, ''আমি পৌলমীর সঙ্গে প্রথম দিনেই কথা বলেছিলাম। ও মূলত চাকরির বিষয় বারবার বলছিল। আমার কিছু পরিচিত সংস্থার সঙ্গে আমি কথা বলেছি। আশা করছি পৌলমীর একটা চাকরির বন্দোবস্ত করা যাবে। এছাড়াও ও কাল আইএফএ অফিসে আসবে। কাগজপত্র দেখি আগে। কিছু ক্লাবের সঙ্গেও কথা বলেছি। কিন্তু ফিটনেস একটা ইস্যু। পৌলমী দীর্ঘদিন খেলাধূলো থেকে বাইরে। তাই ফিটনেস কেমন রয়েছে, তা দেখতে হবে। তবে আমি আশাবাদী।''
সংসারের সুদিন ফিরবে হয়ত। এই আশায় বুক বেঁধেছেন পৌলমীও।
আরও পড়ুন: সন্ধে নামার আগেই শেষ শ্রীলঙ্কার ইনিংস, পিছিয়ে দিতে হল ইডেনের লেজার শো