(Source: ECI/ABP News/ABP Majha)
Amazfit Band 7: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে অ্যামেজফিট ব্যান্ড ৭, ব্যাটারি লাইফ থাকবে ২৮ দিন
Smartwatch: এই স্মার্টওয়াচের দাম ভারতে কত হবে তা এখনও জানা যায়নি। গ্লোবাল মার্কেটে এই স্মার্টওয়াচের দাম ৪৯.৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬৫০ টাকা।
Amazfit Band 7: ভারতে লঞ্চ হতে চলেছে অ্যামেজফিটের নতুন স্মার্টওয়াচ (Amazfit Smart Watch)। এবার অ্যামেজফিট ব্যান্ড ৭ (Amazfit Band 7) লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। চলতি বছর জুলাই মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ (Smartwatch)। তবে ভারতে অ্যামেজফিট ব্যান্ড ৭ কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। যদিও অনুমান করা হচ্ছে অ্যামেজফিটের এই স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। খুব তাড়াতাড়িই দেশে লঞ্চ হবে অ্যামেজফিট ব্যান্ড ৭। কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে আর একটি স্মার্টওয়াচ Garmin Venu Sq 2। স্ট্যান্ডার্ড মডেলের দাম ২৭,৯৯০ টাকা। আর মিউজিক এডিশনের দাম ৩৩,৪৯০ টাকা।
ভারতে অ্যামেজফিট ব্যান্ড ৭- এর দাম
এই স্মার্টওয়াচের দাম ভারতে কত হবে তা এখনও জানা যায়নি। গ্লোবাল মার্কেটে এই স্মার্টওয়াচের দাম ৪৯.৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬৫০ টাকা। শোনা যাচ্ছে, অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। Beige, Black, Blue, Green, Orange, Pink- এইসব রঙে লঞ্চ হতে পারে অ্যামেজফিট ব্যান্ড ৭।
অ্যামেজফিট ব্যান্ড ৭- এর স্পেসিফিকেশন
এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৪৭ ইঞ্চির HD AMOLED ডিসপ্লে। এর সঙ্গে রয়েছে 24/7 হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন মনিটর। এই স্মার্টওয়াচে অ্যামাজন অ্যালেক্সার সাপোর্ট রয়েছে। একবার পুরো চার্জ দেওয়ার পর এই স্মার্টওয়াচ সাধারণ ভাবে ব্যবহার করলে ১৮ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। আর ব্যাটারি সেভার মোড অন থাকলে এই স্মার্টওয়াচের ব্যাটারিতে ২৮ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। ১২০টি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। এই স্মার্টওয়াচ একটি ওয়াটার রেজিসট্যান্ট ফিচার। ৫০টির বেশি ওয়াচ ফেসের সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে। তার মধ্যে আবার ৮টির ক্ষেত্রে ইউজাররা পাবেন কাস্টমাইজেশনের সুবিধা। অর্থাৎ নিজের পছন্দমতো করে সাজিয়ে নিতে পারবেন তাঁরা।
অ্যামেজফিটের এই স্মার্টওয়াচে রয়েছে স্ট্রেস মনিটর এবং স্ট্রেস ট্র্যাকার। এর পাশাপাশি মহিলাদের মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকারও রয়েছে অ্যামেজফিট ব্যান্ড ৭- এর মধ্যে। ইউজারের স্বাস্থ্যে কোনও সমস্যা দেখা দিলে বা আচমকাই শরীর খারাপ হলে সেই ব্যাপারে অ্যালার্ট নোটিফিকেশন পাঠায় এই স্মার্টওয়াচ। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দু’ধরনের ডিভাইসের সঙ্গেই যুক্ত করা যাবে এই স্মার্টওয়াচ। ব্লুটুথের মাধ্যমে স্মার্টওয়াচ যুক্ত করা যাবে ফোনের সঙ্গে। অ্যান্ড্রয়েড ৭.০ বা তার থেকে বেশি এবং আইওএস ১২.০ বা তার থেকে বেশি ভার্সানে কাজ করবে এই স্মার্টওয়াচ। অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্টের ফিচার এই স্মার্টওয়াচের মধ্যে আগে থেকেই যুক্ত থাকবে। এই স্মার্টওয়াচের ওজন প্রায় ২৮ গ্রাম।