Samsung Galaxy Smartphones: একধাক্কায় দাম কমল ১৫ হাজার ! স্যামসাং গ্যালাক্সির প্রিমিয়াম ৫জি ফোন পাবেন অনেকটাই কম দামে
Samsung Galaxy S23 5G: এই ফোনের রেয়ার ক্যামেরার সাহায্যে 8K এবং ফ্রন্ট ক্যামেরার সাহায্যে 4k ভিডিও শুটিং করা সম্ভব। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে টেলিফটো লেন্সে রয়েছে 3x অপটিকাল জুম সাপোর্ট।
Samsung Galaxy Smartphones: গ্যাজেট প্রেমীদের অনেকেই প্রিমিয়াম স্মার্টফোন (Premium Smartphone) ব্যবহার করতে পছন্দ করেন। এদিকে প্রিমিয়াম ফোনের দাম অনেকটাই বেশি। কিন্তু তেমন কোনও ফোনের দামে যদি একধাক্কায় ১৫ হাজার টাকা ছাড় পাওয়া যায়, তাহলে কেমন হবে? সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি (Samsung Galaxy S23 5G) ফোনের ক্ষেত্রে এমনই সুবর্ণ সুযোগ পাচ্ছেন ক্রেতারা। লঞ্চের সময় যে ফোনের দাম ছিল প্রায় ৭৫ হাজার টাকা। তা এখনও পাওয়া যাচ্ছে ৬০ হাজারে।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনের দাম এবং বিভিন্ন অফার
স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনের দাম লঞ্চের সময় ছিল ৭৪,৯৯৯ টাকা। প্রাথমিক ভাবে ১০ হাজার ছাড় রয়েছে এই ফোনের দামে। ফলে দাম কমে হয়েছে ৬৪,৯৯৯ টাকা। এরপর রয়েছে ৫০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট। তার ফলে এখন স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনের দাম ৫৯,৯৯৯ টাকা। যাঁরা এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন তাঁরা প্রায় ২৭ হাজার টাকা ছাড় পেতে পারেন। তবে এই ছাড়ের পরিমাণ পুরোটাই নির্ভর করবে যে ডিভাইস আপনি এক্সচেঞ্জ করছেন সেটা কীরকম পরিস্থিতিতে রয়েছে, তার উপরে। অ্যামাজন পে লেটারের মাধ্যমে ফোন কিনলে নো কস্ট ইএমআই- এর অপশন পাবেন ক্রেতারা। নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও থাকবে এই পরিষেবার সুবিধা।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস Dynamic AMOLED 2X ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের (ওয়াইড অ্যাঙ্গেল সেনসর) সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) ও ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে ৩৯০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ও ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।
- স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনের ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট। তার উপরে রয়েছে Corning Gorilla Glass 2 প্রোটেকশন।
- এই ফোনের রেয়ার ক্যামেরার সাহায্যে 8K এবং ফ্রন্ট ক্যামেরার সাহায্যে 4k ভিডিও শুটিং করা সম্ভব। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে টেলিফটো লেন্সে রয়েছে 3x অপটিকাল জুমের সাপোর্ট।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও সংস্থার নতুন ৫জি ফোন, কেমন হতে পারে এই মডেল?