Amazon Festival Sale: অ্যামাজনে বাম্পার ডিল, Samsung Galaxy A52s 5G-তে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়
Amazon Festival Sale: এই ফোনের দাম 38,999 টাকা। যদিও অ্যামাজনের সেলে এই ফোনে সরাসরি 3 হাজার টাকা ছাড়ের পর এই ফোন 35,999 টাকায় পাওয়া যাচ্ছে।
Amazon Festival Sale: উৎসবের মরসুমে Samsung Galaxy A52s 5G-তে রয়েছে দারুণ অফার। অ্যামাজনের সেলে ভাল ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি ছাড়াও 5G কানেক্টিভিটি-সহ পাবেন এই ফোন। ৫টি কালার অপশনে পাবেন এই ডিভাইস। সেলে আপনি এমআরপি, এক্সচেঞ্জ অফারের সঙ্গে এই ফোন নিলে পাবেন ক্যাশব্যাক অফারের সুবিধা।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
Samsung Galaxy A52s 5G
এই ফোনের দাম 38,999 টাকা। যদিও অ্যামাজনের সেলে এই ফোনে সরাসরি 3 হাজার টাকা ছাড়ের পর এই ফোন 35,999 টাকায় পাওয়া যাচ্ছে।
সিটি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক ও ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে এই ফোনে 1250 টাকার অতিরিক্ত ক্যাশব্যাক রয়েছে। যারপর ফোনটি 34,749 টাকায় পাওয়া যাবে।
আপনি যদি পুরানো ফোন দিয়ে এই ফোন কেনেন তাহলে 15,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার নিতে পারবেন। যদিও টাকার পরিমাণ আপনার পুরোনো ফোনের অবস্থার উপর নির্ভর করে।
এই সব অফারের পরে, গ্রাহকদের কাছে নো কস্ট ইএমআই-এর অপশন রয়েছে। যাতে তারা কোনও সুদ ছাড়াই প্রতি মাসে কিস্তিতে অর্থ দিতে পারবেন।
এই লিঙ্কে ক্লিক করে জানুন স্যামসাঙের ফোনের দাম
স্পেসিফিকেশন: এই দামের মধ্যে ফোনে রয়েছে অন্য কোম্পানির তুলনায় সেরা ক্যামেরা। ফোনে পাবেন 64MP-এর প্রাইমারি ক্যামেরা। OIS ছাড়াও ফোনে রয়েছে অটো ফোকাস।
একটি 12MP (F2.2) আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে ফোনে। পাশাপাশি ক্রেতা পাবেন 5MP-র ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য রয়েছে একটি 32MP সেলফি ক্যামেরা।
FHD+ সুপার AMOLED-O ডিসপ্লে-সহ 6.5 ইঞ্চির বড় স্ক্রিন দেওয়া হয়েছে ফোনে।
ফোনটিতে 6GB র্যাম ও 128GB স্টোরেজ রয়েছে যা 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
ডুয়াল 5Gসিম অপশন রয়েছে
ফোনে।সঙ্গে পাবেন শক্তিশালী 4500mAH লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যাটারি।
ডিভাইসে অ্যান্ড্রয়েড 11 ওয়ান ইউআই কোর 3.1 অক্টাকোর প্রসেসর রয়েছে ফোনে।
এই লিঙ্কে ক্লিক করে জানুন স্যামসাঙের ফোনের দাম
আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?
আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার
আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম