![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Amazon Republic Day Sale 2024: অ্যামাজনেও আসছে 'রিপাবলিক ডে সেল', কবে শুরু? কী কী সুবিধা থাকছে?
Amazon Sale: ফ্লিপকার্টের একদিন আগে অ্যামাজনে শুরু হচ্ছে রিপাবলিক ডে সেল। প্রাইম মেম্বাররা আরও আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন।
![Amazon Republic Day Sale 2024: অ্যামাজনেও আসছে 'রিপাবলিক ডে সেল', কবে শুরু? কী কী সুবিধা থাকছে? Amazon Great Republic Day Sale 2024 Date Announced, Prime Subscribers to Get Early Access Amazon Republic Day Sale 2024: অ্যামাজনেও আসছে 'রিপাবলিক ডে সেল', কবে শুরু? কী কী সুবিধা থাকছে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/28/acf795f40c95bd1235ac989d0488342d1695887986745402_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Amazon Republic Day Sale 2024: ফ্লিপকার্টের (Flipkart) মতো অ্যামাজনেও (Amazon) শুরু হতে চলেছে রিপাবলিক ডে সেল (Republic Day Sale)। ১৩ জানুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টায় এই সেল শুরু হবে ই-কমার্স সংস্থায়। প্রাইম মেম্বাররা ১২ ঘণ্টা আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন। অর্থাৎ অ্যামাজনের প্রাইম সাবস্ক্রিপশন থাকলে অতিরিক্ত সুবিধা পাবেন। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে থাকবে ইন্সট্যান্ট ডিসকাউন্ট। প্রসঙ্গত উল্লেখ্য, ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেল শুরু হচ্ছে ১৪ জানুয়ারি। তা চলবে ৬ দিন ধরে, অর্থাৎ ১৯ জানুয়ারি পর্যন্ত। অ্যামাজনের সেলের একদিন পরে শুরু হচ্ছে ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেল। এখানেও প্লাস মেম্বাররা একদিন আগে থেকে কেনাকাটা করার সুযোগ পাবেন। অ্যামাজনের রিপাবলিক ডে সেল কতদিন পর্যন্ত চলবে তা জানা যায়নি এখনও। তবে ফ্লিপকার্টের একদিন আগে এই সেল শুরু হওয়ায় বেশি সংখ্যক গ্রাহককে আকর্ষণীয় অফার দিয়ে ব্যবসার পরিমাণ বাড়ানোর সুযোগ থাকছে অ্যামাজন কর্তৃপক্ষের কাছে। এছাড়াও অ্যামাজনের প্রাইম মেম্বাররা একদিন আগে থেকে কেনাকাটার সুযোগের সঙ্গে ফ্রি ডেলিভারি (শিপিং চার্জ লাগবে না), এক থেকে দু'দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারির সুবিধা পাবেন। এর সঙ্গে অ্যামাজন প্রাইম ভিডিও স্ট্রিমিং এবং অ্যামাজন মিউজিক, এই দুই সার্ভিসের সুবিধাও পাবেন ইউজাররা।
অ্যামাজনের রিপাবলিক ডে সেলে কী কী সুবিধা পাবেন ক্রেতারা
ইলেকট্রনিক্স ছাড়াও একাধিক প্রোডাক্টের দামে থাকছে ছাড়। এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড অথবা ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ক্রেতারা ১০ শতাংশ অতিরিক্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। স্মার্টফোনের ক্ষেত্রে প্রায় ৪০ শতাংশ ছাড় থাকতে চলেছে অ্যামাজনের আসন্ন সেলে। যাঁরা ল্যাপটপ, ট্যাব, স্মার্টওয়াচ এবং অন্যান্য অ্যাকসেসরিজ কিনবেন ভাবছেন, তাঁরা ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। এমনটাই শোনা গিয়েছে অ্যামাজন সূত্রে। এছাড়াও স্মার্ট টিভি এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স যেমন ওয়াশিং মেশিন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার- এইসব কেনার ক্ষেত্রে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। এর পাশাপাশি ক্রেতাদের জন্য থাকবে এক্সচেঞ্জ অফার, অর্থাৎ পুরনো জিনিসের পরিবর্তে নতুন জিনিসে কেনার সুবিধা। এর ফলে নতুন প্রোডাক্টের দাম অনেকটাই কমতে পারে। তবে এক্সচেঞ্জ অফারে ক্রেতা কতটা ছাড় পাবেন তা নির্ভর করবে যে প্রোডাক্ট এক্সচেঞ্জ বা পরিবর্তন করা হচ্ছে তার কন্ডিশন অর্থাৎ সেটি কী অবস্থায় রয়েছে তার উপরে।
আরও পড়ুন- কবে শুরু হচ্ছে ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেল? কোন কোন ফোনের দামে থাকবে ব্যাপক ছাড়?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)