Flipkart Republic Day Sale 2024: কবে শুরু হচ্ছে ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেল? কোন কোন ফোনের দামে থাকবে ব্যাপক ছাড়?
Flipkart Sale: ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেলে শুধু যে স্মার্টফোনের দামেই ছাড় থাকবে তা কিন্তু নয়। আরও একাধিক জিনিসের দাম কমবে এই সেলে। ৬ দিন ধরে চলবে ফ্লিপকার্টের এই সেল।
Flipkart Republic Day Sale 2024: ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে শুরু হতে চলেছে রিপাবলিক ডে সেল (Flipkart Republic Day Sale 2024)। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে এই অনলাইন সেল চলবে ৬ দিন ধরে। আগামী ১৪ জানুয়ারি থেকে সমস্ত ইউজারদের জন্য ফ্লিপকার্টের এই রিপাবলিক ডে সেল শুরু হবে। ফ্লিপকার্টের প্লাস মেম্বাররা (Flipkart Plus Member) এই সেলে কেনাকাটা করার সুযোগ পাবেন ১৩ জানুয়ারি থেকে। স্মার্টফোন ছাড়াও, ল্যাপটপ, ট্যাব, স্মার্টওয়াচ, ইয়ারবাডস, স্মার্ট টিভি- এইসব প্রোডাক্টের দামেও থাকছে ছাড়। এছাড়াও ফ্লিপকার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে বিশেষ ছাড় পাওয়া যাবে। অ্যাপেল, স্যামসাং, গুগল এবং রিয়েলমি- এই চার সংস্থার ফোনের দাম যে ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেলে অনেকটা কমবে, অর্থাৎ ছাড় থাকবে তা নিশ্চিত ভাবে জানা গিয়েছে। ১৯ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেল। এই সেলে ফ্যাশন অ্যাকসেসরিজ, ইলেকট্রনিক্স, ফার্নিচার অর্থাৎ আসবাবপত্র, ম্যাট্রেস, স্মার্টটিভির দামে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। বিভিন্ন অ্যাপ্লায়েন্সের উপর ৮৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে চলেছে। আর বিউটি প্রোডাক্ট এবং খেলনার ক্ষেত্রে ক্রেতারা ৮৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
কোন কোন সংস্থার ফোনের দাম কমবে বলে শোনা গিয়েছে
অ্যাপেল, স্যামসাং, রিয়েলমি এবং মোটোরোলা- এই চার সংস্থার ফোনের দাম ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেলে কমতে চলেছে। এখনও মডেলের নাম নির্দিষ্ট করে ঘোষণা করেনি ফ্লিপকার্ট কর্তৃপক্ষ। তবে ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৪, গুগল পিক্সেল ৭এ- এই দুই ফোনের দাম কমতে চলেছে ফ্লিপকার্টের সেলে। এমনটাই শোনা গিয়েছে। এছাড়াও ফ্লিপকার্টের ব্যানারে দেখা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২১ ফ্যান্ড এডিশন, মোটোরোলা এজ ৪০ নিও, স্যামসাং এফ১৪ ৫জি, রিয়েলমি সি৫৩, রিয়েলমি ১১এক্স ৫জি, মোটো জি৫৪ ৫জি- এই ফোনগুলির নাম। অনুমান এই ফোনগুলির দামের উপরেও ছাড় থাকবে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
ভারতে নতুন লঞ্চ হওয়া স্মার্টফোন সিরিজের দিকেও নজর থাকবে ফ্লিপকার্টের। ভিভো এক্স১০০ সিরিজ, ওপ্পো রেনো ১১ সিরিজ, ইনফিনিক্স স্মার্ট ৮, রেডমি নোট ১৩ প্রো সিরিজ, পোকো এক্স৬ সিরিজ- এইসব স্মার্টফোন সিরিজের দামের ক্ষেত্রেও ছাড় দেবে ফ্লিপকার্ট। এছাড়াও থাকবে ক্যাশব্যাক অফার, এক্সচেজ অফার, নো-কস্ট ইএমআই অফার এবং আরও অনেক কিছুই। অন্যদিকে আবার শোনা গিয়েছে অ্যামাজনেও শুরু হতে চলেছে রিপাবলিক ডে সেল। এই সেল ১৫ জানুয়ারি শুরু হতে চলেছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৩৪ ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?