iPhone 11 Update: আইফোন ১১ এখন অবিশ্বাস্য দামে, জেনে নিন দাম ও স্পেকস
Apple iPhone 11 On Amazon: আপনি যদি কম দামে আইফোন কিনতে চান তাহলে এটাই সেরা সময়। অ্যামজনে দারুণ অফারে পাওয়া যাচ্ছে এই ফোন।
Apple iPhone 11 On Amazon: আপনি যদি কম দামে আইফোন কিনতে চান তাহলে এটাই সেরা সময়। অ্যামজনে দারুণ অফারে পাওয়া যাচ্ছে এই ফোন। অফারে এই ফোনের দাম পড়ছে 35 হাজার টাকা। এছাড়াও, যদি আপনি একবারে পুরো টাকা না দিয়ে EMI তে কিনতে চান, তাহলে আপনি এই ফোনটি কেবল 2,161 টাকার EMIতে তা কিনতে পারেন। এই ফোনের 64GB ও 128GB অপশন পাবেন। এই ফোন 4টি রঙে পাওয়া যাচ্ছে।
1 Apple iPhone 11 (64GB) - Black
IPhone 11 এর 64GB মডেলের দাম রাখা হয়েছে 49,900 টাকা। যদিও 8%ছাড়ের পর 45,900 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন। আপনি যদি আপনার পুরোনো স্মার্টফোনটি এক্সচেঞ্জে করেন, তাহলে 10,050 টাকা পর্যন্ত ফোনে এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। আরবিএল ব্যাঙ্ক কার্ড থেকে ইএমআইতে ফোন কিনলে পাবেন অতিরিক্ত 1,500 টাকার ক্যাশব্যাক।
2 Apple iPhone 11 128GB White
IPhone 11 এর 128GB মডেলের দাম 54,900 টাকা রাখা হয়েছে। যদিও 9% ছাড়ের পর 49,900 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন। যদি আপনি আপনার পুরোনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করে ফোন কিনতে চান, তাহলে আপনি 10,050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। এ ছাড়াও আরবিএল ব্যাঙ্ক কার্ড থেকে ইএমআইতে রয়েছে আরও অতিরিক্ত 1,500 টাকার ক্যাশব্যাক।
Apple iPhone 11: আইফোন 11 এর বৈশিষ্ট্য
এই ফোনে একটি ডুয়াল ক্যামেরা সিস্টেম রয়েছে, যেখানে একটি 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও একটি 12MP ওয়াইড ক্যামেরা পাবেন।
ফোনে নাইট মোড, পোর্ট্রেট মোডের পাশাপাশি 4K মানের ভিডিও তৈরি করা যাবে এই ফোনে।
ফোনে পাবেন 12MP ট্রু ডেপথ সেলফি ক্যামেরা, যা 4K মানের ভিডিওও তৈরি করতে পারে।
আইফোন 11-এ স্লো মোশন ভিডিওর বৈশিষ্ট্যও রয়েছে।
এই ফোনে একটি 6.1 ইঞ্চি লিকুইড রেটিনা HD LCD ডিসপ্লে আছে।
ফোনটি IP68 স্তরের জল ও ধুলো প্রতিরোধী
গোপনীয়তার জন্য ফোনটিতে ফেস আইডি বৈশিষ্ট্য রয়েছে
ফোনে পাবেন তৃতীয় প্রজন্মের নিউরাল ইঞ্জিন সহ A13 বায়োনিক চিপ।
ফোনটি দ্রুত চার্জিং সমর্থন করে
আরও পড়ুন : Smartphone Tips: কীভাবে বুঝবেন আপনার ফোনে ভাইরাস আছে ? জেনে নিন উপায়