Amazon Prime: আমাজন প্রাইমের সাবস্ক্রিপশন নেওয়া আছে ? জানুয়ারি থেকে বদলাবে এই নিয়ম
Amazon Prime Membership: এখন প্রাইম মেম্বাররা ডিভাইসের (Amazon Prime) প্রকারভেদের কোনো শর্ত ছাড়াই সর্বোচ্চ ৫টি ডিভাইসে লগ ইন করতে পারেন। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নিয়মে বদল আসতে চলেছে।
Amazon Prime Membership: আপনার যদি আমাজন প্রাইমের মেম্বারশিপ নেওয়া থাকে বা আমাজন প্রাইম ভিডিয়োর সাবস্ক্রিপশন (Amazon Prime Membership) নেওয়া থাকে তাহলে এই খবর আপনার জন্য। আগামী বছর সাবস্ক্রিপশন সংক্রান্ত বিষয়ে বেশ কিছু বদল আসতে পারে। আমাজন তাঁর প্রাইম ভিডিয়োর স্ট্রিমিং ডিভাইসের নিয়মে বেশ কিছু বড় বদল আনতে চলেছে।
এখন প্রাইম মেম্বাররা ডিভাইসের (Amazon Prime) প্রকারভেদের কোনো শর্ত ছাড়াই সর্বোচ্চ ৫টি ডিভাইসে লগ ইন করতে পারেন। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নিয়মে বদল আসতে চলেছে। এরপরে ডিভাইসের প্রকারভেদ সম্পর্কেও ব্যবহারকারীদের কিছু বিধিনিষেধ থাকবে।
২০২৫ সালের জানুয়ারি থেকে কী নিয়ম বদলাচ্ছে
আমাজনের হেল্প পেজে তথ্য জানানো হয়েছে যে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে আমাজন প্রাইম ভিডিয়োতে ডিভাইসের প্রকারের একটি সীমা থাকবে। বলা হয়েছে যে নির্দিষ্ট একটি দিনের পর থেকে ব্যবহারকারীরা সর্বাধিক ৫টি ডিভাইসে লগ ইন করতে পারেন যার মধ্যে ২টি টিভি থাকতে পারে সর্বোচ্চ। একই সময়ে আপনি যে কোনো ৩০ দিনের মেয়াদের মধ্যে সর্বোচ্চ ২টি বিদ্যমান ডিভাইস সরাতে বা বদলাতে পারবেন।
জানুয়ারি ২০২৫-এর পর থেকে কোনো ব্যবহারকারী যদি একইসঙ্গে দুটির বেশি টিভিতে আমাজন প্রাইম ভিডিয়োর কনটেন্ট স্ট্রিম করতে চান তাহলে তাঁর অন্য আরেকটি আমাজন প্রাইম অ্যাকাউন্ট থাকতে হবে। গ্রাহকরা একত্রে মোট ৫টি ডিভাইস স্ট্রিম করতে পারবেন। এই ৫টি ডিভাইসের মধ্যে মোবাইল থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে কিংবা থাকতে পারে টিভি।
গ্রাহকদের ইমেল পাঠাচ্ছে আমাজন
আমাজন ধীরে ধীরে ইমেলের মাধ্যমে শর্তাবলীতে যে যে বদল আনছে তা জানাচ্ছে গ্রাহকদের। গ্রাহকদের কাছে যে ইমেল পাঠানো হয়েছে তাতে লেখা হয়েছে যে প্রাইম মেম্বার হওয়ার জন্য এবং আপনাকে বিনোদনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রাইম মেম্বারশিপের অংশ হিসেবে আপনি এবং আপনার পরিবার সর্বোচ্চ ৫টি ডিভাইসে প্রাইম ভিডিয়োর কনটেন্ট দেখতে পারবেন। আর এই এনটাইটেলমেন্টের অংশ হিসেবে দুটি টিভি অন্তর্ভুক্ত করেছে আমাজন প্রাইম। আর সেইমত শর্তাবলী আপডেট করেছে সংস্থা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: YouTube: এই ধরনের ভিডিয়ো আপলোড করলেই 'শাস্তি', সতর্ক করল ইউটিউব