Apple Event 2022: আইফোন ১৪ সিরিজ ছাড়াও লঞ্চ হয়েছে এই গ্যাজেটগুলি, এই প্রোডাক্ট এনেছে অ্যাপল
Apple Event 2022: দীর্ঘদিন ধরে এই ইভেন্টের অপেক্ষায় ছিল টেক বিশ্ব। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। অ্যাপলের ফার আউট ইভেন্টে সামনে এল আইফোন ১৪ সিরিজ ছাড়া আরও অনেক গ্যাজেট।
Apple Event 2022: দীর্ঘদিন ধরে এই ইভেন্টের অপেক্ষায় ছিল টেক বিশ্ব। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। অ্যাপলের ফার আউট ইভেন্টে সামনে এল আইফোন ১৪ সিরিজ ছাড়া আরও অনেক গ্যাজেট। জেনে নিন, আজ কী কী প্রোডাক্ট লঞ্চ করল অ্যাপল।
১ Apple Watch Series 8 : মহিলাদের জন্য বিশেষ ফিচার, অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এ পাবেন এই সুবিধা
১ ডিগ্রি শরীরে তাপমাত্রা পরিবর্তন হলেও ধরতে পারবে অ্যাপল স্মার্ট ওয়াচ ৮ । মহিলাদের পিরিয়ড সাইকেলের বিষয়ে সতর্ক করবে স্মার্টওয়াচ। এ ছাড়াও আগের মতোই থাকছে অলওয়েজ অন ডিসপ্লে। লো পাওয়ার মো়ড থাকছে অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এ। একবার ফুল চার্জে যাবে ৩৬ ঘণ্টা। আগে যা যেত ১৮ ঘণ্টা। তবে পাওয়ার সেভার মোডে এই কাজ করবে স্মার্টওয়াচ। Apple Watch Series 8 এর দাম শুরু হবে ৩৯৯ ডলার (প্রায় ৩১,৮০০ টাকা) থেকে। কেবল GPS সংস্করণ এই দামে পাওয়া যাবে। GPS+সেলুলার সংস্করণের জন্য ৪৯৯ ডলার (প্রায় ৩৯,৮০০ টাকা)। ১৬ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে বাজারে।
২ Apple Event 2022: এবার নতুন Apple Watch SE আনল অ্যাপল, দাম প্রায় ২৩,৮০০ টাকা
Apple Watch SE (2nd Generation)ও লঞ্চ করেছে কোম্পানি। যাতে সিরিজ 8-এর মতো একই মোশন সেন্সর, ক্র্যাশ ডিটেকটর বৈশিষ্ট্যগুলিও রয়েছে৷ GPS সংস্করণের জন্য এটির দাম ২৪৯ ডলার (প্রায় ১৯,৯০০ টাকা) ও GPS+সেলুলার সংস্করণের জন্য ২৯৯ (প্রায় ২৩,৮০০ টাকা)। আজ থেকে এর অর্ডার দেওয়া যাবে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি।
৩ Apple Launch Event Live: সবথেকে টেকসই স্মার্টওয়াচ হতে চলেছে আল্ট্রা, অ্যাপল আনল এই ঘড়ি
আউটডোর অ্যাডভেঞ্চারের জন্য এবার Apple Watch Ultra নিয়ে এসেছে কোম্পানি। অ্যাপলের দাবি, সবথেকে টেকসই স্মার্টওয়াচ হতে চলেছে আল্ট্রা। Apple Watch Ultra-এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার (প্রায় ৬৩,৭০০ টাকা) থেকে। ২৩ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ।
৪ Apple Event 2022: আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস নিয়ে এল কোম্পানি, আরও বড় ডিসপ্লে ফোনে
আইফোন ১৪-এ রাখা হয়েছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে। আইফোন ১৪ প্লাসে পাবেন বড় ৬.৭ ইঞ্জি ডিসপ্লে। কোম্পানির দাবি, মুভি কনটেন্ট দেখার কথা মাথায় রেখেই বড় স্ক্রিন এনেছে কোম্পানি। iPhone 14 একটি OLED ডিসপ্লে, 1200nits পিক ব্রাইটনেস, ডলবি ভিশনের সাপোর্ট ও পাঁচটি রঙের বিকল্পে পাওয়া যাবে। iPhone 14 ও iPhone 14 Plus উভয়ই Apple A15 Bionic চিপে চলবে। এতে আরও ভাল ব্যাটারি লাইফ, একটি 'আশ্চর্যজনক নতুন' ক্যামেরা সিস্টেম ও আরও অনেক কিছু অফার করে। iPhone 14 ও iPhone 14 Plus এ ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১.৯ মাইক্রন পিক্সেল, f/১.৫ অ্যাপারচার ও সেন্সর শিফট OIS সহ পাওয়া যাবে এই ফোন।
৫ Apple Launch Event Live: এয়ারপডস প্রো 2 লঞ্চ করল অ্যাপল, আরও ভাল নয়েজ ক্যানসেলেশনের প্রযুক্তি
এয়ারপডস প্রো 2 লঞ্চ করল অ্যাপল। এতে স্প্যাশিয়াল অডিও আরও ভাল নয়েজ ক্যানসেলেশনের প্রযুক্তি ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। AirPods Pro 2-এর দাম রাখা হয়েছে ২৪৯ ডলার (প্রায় ১৯,৯০০ টাকা) । ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেওয়া যাবে এই এয়ারপডস । বাজারে পাওয়া যাবে ২৩ সেপ্টেম্বর থেকে৷
৬ Apple Event 2022: অ্যাপল নিয়ে এল আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স, এবার রয়েছে আইল্যান্ড নচ
অ্যাপলের ইভেন্টে লঞ্চ হল আইফোন 14 প্রো মডেল সিরিজ। আইফোন 14 প্রো ও আইফোন 14 প্রো ম্যাক্স - একটি নতুন ডায়নামিক আইল্যান্ড নচ ডিজাইন নিয়ে এসেছে। যা নোটিফিকেশন ও অ্যাক্টিভিটি উইজেটগুলি দেখাতে আরও বড় হয়ে যায়। এগুলি স্পেস ব্ল্যাক, সিলভার, গোল্ড ও পার্পল কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।আইফোন 14 প্রো একটি নতুন 'প্রো ডিসপ্লে' সহ পাওয়া যাবে। iPhone 14 Pro একটি 6.1-ইঞ্চি ডিসপ্লে পাবেন ক্রেতা। পাশাপাশি iPhone 14 Pro Max একটি 6.7-ইঞ্চি ডিসপ্লের সঙ্গে নিয়ে এসেছে কোম্পানি। অনেক পাতলা বর্ডার ছাড়াও ১৬০০ নিটসের সর্বোচ্চ উজ্জ্বলতা সহ তৈরি হয়েছে এই ফোন। উভয়ই অ্যাপল ফোনেই A16 বায়োনিক চিপসেট রয়েছে। এই চিপসেট একটি ৪ এনএম ফ্যাব্রিকেশন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। একটি নতুন ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে।