Yellow iPhone: এটাই প্রথম নয়, এর আগেও হলুদ রঙে লঞ্চ হয়েছে আইফোন, কোন মডেলে দেখা গিয়েছেল উজ্জ্বল হলুদ শেড?
Apple iPhone: বেশ কয়েক বছর আগে আইফোন ৫সি লঞ্চ হয়েছিল একাধিক রঙে। তার মধ্যে একটি ছিল sunny yellow ভ্যারিয়েন্ট। গ্রাহকদের বেশ পছন্দও হয়েছিল এই আইফোন।
Yellow iPhone: কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে হলুদ রঙের আইফোন। অ্যাপেল আইফোন ১৪ সিরিজের (iPhone 14 Series) দুটো মডেল হলুদ রঙে লঞ্চ হয়েছে সম্প্রতি। তবে এটাই প্রথম নয়। এর আগেও হলুদ রঙে আইফোন লঞ্চ করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। এমনটাই জানা গিয়েছে। আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus) - এই দুই ফোন সম্প্রতি হলুদ রঙে লঞ্চ হয়েছে। এর আগে যে আইফোন মডেল হলুদ রঙে লঞ্চ হয়েছিল তখনও আইফোন ১৪ সিরিজ লঞ্চের পরিকল্পনাই করেনি অ্যাপেল কর্তৃপক্ষ। বেশ কয়েক বছর আগে আইফোন ৫সি (iPhone 5C) লঞ্চ হয়েছিল একাধিক রঙে। তার মধ্যে একটি ছিল sunny yellow ভ্যারিয়েন্ট। গ্রাহকদের বেশ পছন্দও হয়েছিল এই আইফোন।
আইফোন ৫সি মডেলে এমন অনেক ফিচার ছিল যা এই ফোনেই প্রথম লঞ্চ করেছিল অ্যাপেল কর্তৃপক্ষ
আইফোন ৫সি- ই ছিল প্রথম আইফোন মডেল যা পলিকার্বোনেট দিয়ে তৈরি হয়েছিল। এই পলিকার্বোনেট হল এক ধরনের প্লাস্টিক। এর ফলেই একাধিক রঙে আইফোন ৫সি মডেল লঞ্চ করা সম্ভব হয়েছিল। এই তালিকায় ছিল হলুদ, নীল, সবুজ, গোলাপি এবং সাদা। এই প্রথম এত রঙে আইফোন মডেল লঞ্চ করেছিল অ্যাপেল সংস্থা। এর আগে অ্যাপেল সংস্থা তাদের আইফোন মডেলে মেটালিক রঙ ব্যবহার করত। তবে আইফোন ৫সি-র ক্ষেত্রে বিভিন্ন রঙের মডেল লঞ্চ করার পর গ্রাহকদের মধ্যে ইতিবাচক সাড়া পেয়ে সেই ট্রেন্ড বহাল রেখেছে অ্যাপেল কর্তৃপক্ষ। আইফোন ১৪-র আগে আইফোন ১১-ও লঞ্চ হয়েছে উজ্জ্বল হলুদ রঙে।
আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস মডেলের হলুদ রঙের ভ্যারিয়েন্ট
গতবছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৪ সিরিজ লঞ্চ হয়েছিল। লঞ্চের পর আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস পাওয়া যাচ্ছিল ব্লু, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং প্রোডাক্ট রেড- এই সমস্ত রঙের শেডে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে হলুদ রঙের ভ্যারিয়েন্ট। ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়েই লঞ্চ হয়েছে এই দুই আইফোন মডেল। ভারতে আইফোন ১৪- র বেস মডেলের দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে আইফোন ১৪ প্লাস ফোনের বেস মডেলের দাম শুরু হচ্ছে ৮৯,৯০০ টাকা থেকে। শুরু হয়ে গিয়েছে প্রি-বুকিং। অ্যাপেলের ভারতীয় ওয়েবসাইটের সঙ্গে ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকেও কেনা যাবে এই ফোন। নতুন রঙের আইফোন প্রিবুকিং করার ক্ষেত্রে স্টোর ডিসকাউন্ট হিসেবে ১৫ হাজার টাকা ছাড় পেতে পারেন গ্রাহকরা। এছাড়াও থাকছে আরও অনেক আকর্ষণীয় অফার।