Apple Watch Pro: ফ্ল্যাট ডিসপ্লে এবং স্যাটেলাইট কানেক্টিভিটি নিয়ে লঞ্চ হতে পারে অ্যাপেল ওয়াচ প্রো
Apple Watch Series 8: অ্যাপেলে আসন্ন লঞ্চ ইভেন্টে অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ লঞ্চের সম্ভাবনা রয়েছে। তারই অন্তর্ভুক্ত হতে পারে অ্যাপেল ওয়াচ প্রো।

Apple Watch Pro: অ্যাপেলের আসন্ন লঞ্চ ইভেন্টে নতুন অ্যাপেল ওয়াচ সিরিজ (Apple watch Series) লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর অ্যাপেলের লঞ্চ ইভেন্ট ‘Far Out’ অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ (Apple watch Series 8) লঞ্চের কথা রয়েছে। শোনা যাচ্ছে, এই অ্যাপেল ওয়াচ সিরিজেরই অংশ হতে চলেছে অ্যাপেল ওয়াচ প্রো (Apple eatch Pro)। সম্প্রতি এই অ্যাপেল ওয়াচের (Apple watch) সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। সেগুলো একনজরে দেখে নেওয়া যাক।
অ্যাপেল ওয়াচ প্রো
- এই ডিভাইসে থাকতে পারে একটি ফ্ল্যাট ডিসপ্লে। ৪৭ মিলিমিটারের একটি কেসের মধ্যে থাকতে পারে এই ফ্ল্যাট ডিসপ্লে।
- অ্যাপেল ওয়াচ প্রো মডেলেই সবচেয়ে বড় সাইজের ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ এতদিন যতদিন অ্যাপেল ওয়াচ লঞ্চ হয়েছে তার থেকে এই নতুন অ্যাপেল ওয়াচের ডিসপ্লে সাইজ বেশি হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর ক্ষেত্রে ৪১ মিলিমিটার এবং ৪৫ মিলিমিটারের অপশন রয়েছে।
- অ্যাপেল ওয়াচ প্রো- তে স্যাটেলাইট কানেকশন ফিচারের সাপোর্ট থাকতে পারে বলে শোনা গিয়েছে। অর্থাৎ ৪জি বা ৫জি সেলুলার কানেকশন না থাকলেও এই অ্যাপেল ওয়াচের সাহায্যে কল বা মেসেজ ফিচার এনাবেল করা যাবে।
অ্যাপেল আইফোন ১৪ সিরিজ
অ্যাপেলের আসন্ন লঞ্চ ইভেন্টে আইফোন ১৪ সিরিজ লঞ্চেরও কথা রয়েছে। এই সিরিজে মোট চারটি ফোন থাকতে পারে। সেগুলি হল আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ মিনি এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। এর মধ্যে প্রো মডেলগুলিতে উন্নত এ১৬ বায়োনিক চিপসেট থাকতে পারে। অন্য দুই ফোনে এ১৫ বায়োনিক চিপসেট থাকার কথা শোনা গিয়েছে।
সম্প্রতি এই আইফোন সিরিজ সম্পর্কে একটি নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, আইফোন ১৪- সিরিজের ফোনে ৪জি বা ৫জি নেটওয়ার্ক অর্থাৎ সেলুলার কানেকশন না থাকলেও ইউজাররা ফোন করতে পারবেন এবং মেসেজ পাঠাতে পারবেন। আর এই কাজে সাহায্য করবে লো আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট কমিউনিকেশন কানেক্টিভিটি। তবে আইফোন ১৪ সিরিজের কোন মডেলে এই ফিচার থাকতে পারে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি।
এছাড়াও অ্যাপেলের আইফোন ১৪ সিরিজে iOS 16 অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকতে পারে। আইফোন ১৪ সিরিজের ফোনগুলির দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আইফোন ১৩ সিরিজের থেকে দাম বেশি হবে বলে অনুমান। এর পাশাপাশি শোনা গিয়েছে যে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কেনা যাবে আইফোন ১৪ সিরিজের ফোনগুলি।
আরও পড়ুন- এবার হোয়াটসঅ্যাপেই কেনা যাবে মুদিখানার জিনিসপত্র! হাজির জিও মার্ট






















