JioMart on WhatsApp: এবার হোয়াটসঅ্যাপেই কেনা যাবে মুদিখানার জিনিসপত্র! হাজির জিও মার্ট
Whatsapp Shooping: হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে জিও মার্ট। এর মাধ্যমেই মুদিখানার জিনিস কিনতে পারবেন গ্রাহকরা।
JioMart: এবার হোয়াটসঅ্যাপে শপিং করার সুযোগ পাবেন ইউজাররা। সম্প্রতি মেটা (Meta) এবং জিও (Jio) প্ল্যাটফর্ম এই নতুন সার্ভিস চালু করেছে। এই পরিষেবার সাহায্যে এন্ড-টু-এন্ড শপিং এক্সপিরিয়েন্স পাবেন গ্রাহকরা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিও মার্ট (JioMart) থেকে কেনাকাটা করার সুযোগ সুবিধা পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপের মধ্যে জিও মার্টের গ্রসারি ক্যাটালগ বা মুদিখানা সংক্রান্ত যাবতীয় জিনিস দেখতে পাবেন গ্রাহকরা। এরপর পছন্দসই আইটেম কার্টে যুক্ত করে তারপর পেমেন্টের মাধ্যমে কিনে নেওয়ার সুযোগ পাবেন। আর পুরো কাজকর্মই হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অর্থাৎ আমজনতার বেশিরভাগের নিত্যসঙ্গী হোয়াটসঅ্যাপেই এবার হাজির জিও মার্ট। আর সেখান থেকে দিব্যি গ্রসারির জিনিসপত্র কেনাকাটার সুযোগ পাবেন গ্রাহকরা।
একটি নির্দিষ্ট নম্বরে শুধুমাত্র ‘হাই’ লিখেই শপিং অর্থাৎ কেনাকাটার সুযোগ পাবেন ক্রেতারা। জিও মার্টের নম্বর হল 917977079770। এই নম্বর আপনার হোয়াটসঅ্যাপে সেভ করা থাকলেই চ্যাটবটে Hi মেসেজ লিখে কেনাকাটার পদ্ধতি শুরু করতে পারবেন গ্রাহকরা। ২০২০ সালে একসঙ্গে যুক্ত হয়েছিল মেটা এবং জিও প্ল্যাটফর্ম। তাদেরই যৌথ উদ্যোগে এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিও মার্ট থেকে কেনাকাটার সুযোগ পাওয়া যাবে। যিনি হয়তো প্রথমবার অনলাইন শপিং করছেন তাঁরও অসুবিধা হবে না। কারণ যথেষ্ট সহজ পদ্ধতিতে এখানে কেনাকাটা করা সম্ভব। কেবলমাত্র ভারতীয়দের জন্যই এই পরিষেবা চালু হচ্ছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকরা জিও মার্টের পরিষেবা উপভোগ করতে পারলে নিঃসন্দেহে এখানে আরও বেশি পরিমাণ ইউজার যুক্ত হবেন। ফলে ক্রমশ জনপ্রিয় হবে এই উদ্যোগ।
জিও ৫জি পরিষেবা
দীপাবলির আগেই অক্টোবরে ভারতে ৫জি পরিষেবা চালু করতে চলেছে রিলায়েন্স জিও। প্রথম দফায় ৪টে শহরে চালু হবে ৫জি নেটওয়ার্ক। সেই তালিকায় নাম রয়েছে কলকাতা, চেন্নাই, দিল্লি এবং মুম্বই- এই চার মেট্রোপলিটান শহরের। ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে সারা ভারতে জিওর ৫জি পরিষেবা চালু হয়ে যাবে বলে জানিয়েছে রিলায়েন্স জিও সংস্থা। এখনও জিও ৫জি পরিষেবার খরচ প্রসঙ্গে কিছু জানা যায়নি।
জিও ৫জি ফোন
৫জি পরিষেবার পাশাপাশি ভারতে ৫জি ফোনও লঞ্চ করতে চলেছে জিও। তবে রিলায়েন্স জিওর এই ফোন লঞ্চ হবে আগামী বছর। দাম হতে পারে ১৫ হাজার টাকার কম। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪০০ সিরিজের চিপসেট থাকতে পারে। গুগলের সঙ্গে জোট বেঁধে এই ৫জি ফোন তৈরি করছে রিলায়েন্স। জিওর ৫জি ফোন কবে ভারতে লঞ্চ হবে আর দাম কত হবে সে ব্যাপারে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন- ৫জি পরিষেবার সঙ্গে Jio Air Fiber এবং Jio Cloud PC সার্ভিসও লঞ্চ হতে চলেছে দেশে