Apple Watch Series 10: ঘুমের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস-প্রশ্বাস ! জানান দেবে নতুন অ্যাপেল ওয়াচ
Apple AirPods Pro 2: এই ইয়ারবাডস ব্যবহার করা যাবে হিয়ারিং এড হিসেবেও। কারণ অ্যাপেলের এই ইয়ারবাডসে রয়েছে সেই বিশেষ ফিচার। এর জন্য এই ডিভাইসে রয়েছে একটি বিশেষ সফটওয়্যার।
Apple Watch Series 10: সম্প্রতি অ্যাপেল ওয়াচ সিরিজ ১০ লঞ্চ হয়েছে। এর সঙ্গেই লঞ্চ হয়েছে এয়ারপডস প্রো ২। অ্যাপেলের এই দুই ডিভাইসে রয়েছে দু'টি দারুণ চমৎকার ফিচার। নতুন অ্যাপেল ওয়াচে রয়েছে স্লিপ অ্যাপনিয়া টুল। আর এয়ারপডস প্রো ২ মডেলে রয়েছে হিয়ারিং হেলথ। ইউজারদের জন্য নিঃসন্দেহে এই দুই ফিচার কার্যকরী হতে চলেছে। ক্যালিফোর্নিয়ায় অ্যাপেল পার্কে অ্যাপেলের 'ইটস গ্লোটাইম' ইভেন্টে এই দুই নতুন ডিভাইস লঞ্চ করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। অ্যাপেল ওয়াচে এর আগেও যুক্ত হয়েছে অনেক হেলথ ফিচার। এবার সেই তালিকায় নাম জুড়ল স্লিপ অ্যাপনিয়া টুল। অন্যদিকে অ্যাপেল এয়ারপডস প্রো ২ বিশ্বের প্রথম এমন একটি ফিচার হয়ে চলেছে যা ইউজারদের অল-ইন-ওয়ান হিয়ারিং হেলথ এক্সপিরিয়েন্স দেবে।
অ্যাপেল ওয়াচে স্লিপ অ্যাপনিয়া ডিটেকশন ফিচার
অ্যাপেল ওয়াচের ক্ষেত্রে এই প্রথম স্লিপ অ্যাপনিয়া ডিটেকশন ফিচার চালু হয়েছে। আগামী দিনে অ্যাপেল ওয়াচ সিরিজ ১০- এর মতো এই ফিচারের সাপোর্ট দেখা যাবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৯, অ্যাপেল ওয়াচ আলট্রা ২ মডেলেও। মূলত ইউজারের ঘুম সংক্রান্ত কোনও শারীরিক সমস্যা রয়েছে কিনা তা বুঝতে সাহায্য করবে এই নোটিফিকেশন। স্লিপ অ্যাপনিয়া হল সেই মুহূর্ত যখন ঘুমের মধ্যে মানুষ আচমকাই শ্বাস-প্রশ্বাস নিতে পারে না। অর্থাৎ ঘুমের মধ্যে হঠাৎ করে শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়। আবার আচমকাই তা চালু হয়ে যায়। যদি ইউজারের শরীরে এই জাতীয় সমস্যা দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন অ্যালার্ট পাঠাবে অ্যাপেল ওয়াচ। তার ফলে ইউজার নিজের শারীরিক পরিস্থিতি বুঝে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন এবং বড়সড় সমস্যা এড়াতে সক্ষম হবেন। অ্যাপেল সংস্থা জানিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) - এর অনুমোদন পেয়ে গেলেই আগামী কয়েক মাসের মধ্যে ১৫০টি দেশে অ্যাপেল ওয়াচে এই স্লিপ অ্যাপনিয়া ডিটেকশন ফিচার চালু হয়ে যাবে। আগের তুলনায় স্লিপ ডিজাইন এবং বড় ডিসপ্লে নিয়ে লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ ১০ সিরিজ। এখানে অন্যান্য হেলথ ফিচার যেমন- Afib অ্যালার্ট, কার্ডিও ফিটোনেস, ইসিজি অ্যাপ এগুলিও থাকবে, যেমনটা ছিল অ্যাপেল ওয়াচ সিরিজ ৯- এও।
অ্যাপেলের এয়ারপডস প্রো ২
এই ইয়ারবাডস ব্যবহার করা যাবে হিয়ারিং এড হিসেবেও। কারণ অ্যাপেলের এই ইয়ারবাডসে রয়েছে সেই বিশেষ ফিচার। এর জন্য এই ডিভাইসে রয়েছে একটি বিশেষ সফটওয়্যার। খুব তাড়াতাড়ি ১০০- র বেশি দেশে এয়ারপডস প্রো ২ মডেলে এই ফিচার চালু হয়ে যাবে। এই এয়ারপডসে অ্যাক্টিভ লাউড সাউন্ড রিডাকশন ফিচারের সাপোর্ট রয়েছে। এটি একটি হিয়ারিং এড ফিচার। কিংবা বলা যায় একটি হিয়ারিং টেস্ট ফিচার যা ক্লিনিকাল পর্যায়ে মান্যতা পেয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।