Asus ROG 6 Series: ভারতে লঞ্চ হল আসুসের নতুন ROG গেমিং ফোন, রয়েছে ৬০০০ mAh ব্যাটারি, দাম কত?
Gaming Smartphone: ভারতে লঞ্চ হয়েছে Asus ROG Phone 6 এবং Asus ROG Phone 6 Pro- এই দুই গেমিং স্মার্টফোন।
কলকাতা: গেমিং স্মার্টফোন (Gaming Smartphone) লঞ্চের ক্ষেত্রে অন্যান্য অনেক কোম্পানির থেকেই এগিয়ে রয়েছে আসুস (Asus)। এবার ভারতে নতুন দুটো গেমিং ফোন (Asus Gaming Smartphone) লঞ্চ করল এই সংস্থা। সম্প্রতি লঞ্চ হয়েছে Asus ROG Phone 6 এবং Asus ROG Phone 6 Pro। এই দুই স্মার্টফোনেই রয়েছে কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ১৮ জিবি পর্যন্ত র্যাম। এর পাশাপাশি এই দুই গেমিং ফোনে রয়েছে ৬০০০ এমএএইচের ব্যাটারি এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়া দুই ফোনের ডিসপ্লে সাইজ ও রিফ্রেশ রেটের ক্ষেত্রেও রয়েছে মিল। জানা গিয়েছে, Asus ROG Phone 6 এবং Ausu ROG Phone 6 Pro ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ। এই দুই ফোনে রয়েছে HDR10+ সাপোরর এবং এক্সক্লুসিভ ROG Tuning প্রযুক্তি।
ভারতে Asus ROG Phone 6 এবং Asus ROG Phone 6 Pro ফোনের দাম
আকাশছোঁয়া দামে ভারতে লঞ্চ হয়েছে আসুসের নতুন দু’টি ROG গেমিং ফোন। Asus ROG Phone 6- এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭১,৯৯৯ টাকা। অন্যদিকে Asus ROG Phone 6 Pro ফোনের ১৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯৯৯ টাকা। Asus ROG Phone 6 ফোন লঞ্চ হয়েছে ফ্যান্টম ব্ল্যাক এবং স্টর্ম হোয়াইট রঙে। অন্যদিকে, Asus ROG Phone 6 Pro ফোন লঞ্চ হয়েছে স্টর্ম হোয়াইট রঙে। আসুস সংস্থা জানিয়েছে, এই দুই গেমিং ফোনের বিক্রি কবে থেকে শুরু হবে এবং কোথা থেকে কেনা যাবে সেই প্রসঙ্গে তথ্য পরে কোম্পানির সোশ্যাল মিডিয়া চ্যানেলে শেয়ার করা হবে। দাম অনেকটা বেশি হওয়ায় সেই সময় আসুসের এই দুই গেমিং ফোনের দামে ছাড়ও থাকতে পারে। যদিও এই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে ওপ্পো রেনো ৮ সিরিজ? দেখুন সম্ভাব্য দাম ও ফিচার