iPhone Fined: এত দামি ফোন, অথচ চার্জার নেই! মোটা টাকা জরিমানা অ্যাপল-কে, আইফোনের বিক্রি নিষিদ্ধ করল এই দেশ
Brazil Government: যত দামি ফোনই হোক না কেন, যে মডেলই হোক না কেন, যে জেনারেশনের ফোনই হোক না কেন, চার্জার না দিলে দেশে আইফোনের কোনও মোবাইল ফোন ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে সে দেশের সরকার।
নয়াদিল্লি: নয়া আইফোন-১৪ মডেল নিয়ে উৎসাহ যখন তুঙ্গে, সেই সময়ই বিপুল টাকা জরিমানা করা হল মোবাইল নির্মাণ সংস্থা অ্যাপল-কে। চার্জার ছাড়া ফোন বিক্রির জন্য ২৪ লক্ষ ডলার জরিমানা করল ব্রাজিল (iPhone Charger)। একই সঙ্গে অবিলম্বে অ্যাপল-এর (Apple) সমস্ত ফোনের বিক্রি বন্ধ করা হয়েছে সে দেশে। অ্যাপল-এর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে ব্রাজিল সরকার (Brazil Government)।
অ্যাপল-কে মোটা টাকা জরিমানা করল ব্রাজিল সরকার
যত দামি ফোনই হোক না কেন, যে মডেলই হোক না কেন, যে জেনারেশনের ফোনই হোক না কেন, চার্জার না দিলে দেশে আইফোনের কোনও মোবাইল ফোন ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে সে দেশের সরকার। ব্রাজিল সরকারের বিচার এবং জন নিরাপত্তা মন্ত্রকের তরফে জরিমানা করা হয়েছে অ্যাপল-কে। ব্রাজিল সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রক আইফোন-১২, আইফোন-১৩ মডেলের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
গত বছর ডিসেম্বর থেকেই ব্রাজিলে অ্যাপল-কে নিয়ে তদন্ত চলছে। চার্জার ছাড়া ফোন বিক্রিকে শুধু পক্ষপাতমূলই নয়, দায়িত্বজ্ঞানহীন আচরণ বলেও উল্লেখ করেছে ব্রাজিল সরকার। আইফোন-১২ মডেলের সঙ্গে চার্জার কেন নেই, কেন অন্য কোথাও থেকে চার্জার কিনতে হবে গ্রাহককে, তা নিয়ে তখনই প্রশ্ন তোলে ব্রাজিল সরকার। তারা জানায়, আগেও এ নিয়ে জরিমানা করা হয়েছে অ্য়াপল-কে। তার পরও কোনও পরিবর্তন হয়নি। আজও চার্জার চালু করেনি তারা।
আরও পড়ুন: Apple Event 2022: বুধেই আইফোন ১৪ লঞ্চ, কীভাবে দেখবেন অ্যাপল ইভেন্টের সরাসরি সম্প্রচার ?
ব্রাজিল সরকার জানিয়েছে, চার্জার ছাড়া ফোন বিক্রির কারণ জানতে চাইল, অ্যাপল যুক্তি দেয় যে, পরিবেশ রক্ষার প্রতি দায়বদ্ধতা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। কিন্তু অ্যাপল চার্জার দেওয়া বন্ধ করায়, ব্রাজিলের পরিবেশের কী উপকার হচ্ছে, তার কোনও লিখিত ব্যাখ্যা নেই বলেও জানিয়েছে ব্রাজিল সরকার।
পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আ্যাপল-এর বিরুদ্ধে
একই সঙ্গে ব্রাজিল সরকারের প্রশ্ন, কার্বন নির্গমন রোখার কথা বলে একদিকে চার্জার ছাড়া ফোন বিক্রি করছে অ্যাপল। আবার ওই চার্জারই আলাদা ভাবে বিক্রি করছে তারা। সে ক্ষেত্রে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা কি একেবারেই অনুচিত? বরং গ্রাহকদের প্রতি ইচ্ছাকৃত ভাবেই অ্যাপল এমন বৈষম্যমূলক আচরণ করছে বলেই দাবি ব্রাজিল সরকারের।