(Source: ECI/ABP News/ABP Majha)
Apple Event 2022: বুধেই আইফোন ১৪ লঞ্চ, কীভাবে দেখবেন অ্যাপল ইভেন্টের সরাসরি সম্প্রচার ?
iPhone 14 Launch: অ্যাপলের সবচেয়ে বড় ইভেন্ট 'ফার আউট'-এর সরাসরি সম্প্রচার দেখা যাবে বুধবার রাতে। এই অনুষ্ঠানে নতুন আইফোন 14 সিরিজের ঘোষণা করবে কোম্পানি।
iPhone 14 Launch: মাঝে আর কিছু সময়ের অপেক্ষা। রাত পোহালেই শুরু হতে চলেছে টেক বিশ্বের সবথেকে বড় 'মহাযজ্ঞ'। অ্যাপলের সবচেয়ে বড় ইভেন্ট 'ফার আউট'-এর সরাসরি সম্প্রচার দেখা যাবে বুধবার রাতে। এই অনুষ্ঠানে নতুন আইফোন 14 সিরিজের ঘোষণা করবে কোম্পানি। সঙ্গে থাকতে পারে অ্যাপল ওয়াচ প্রো ও নতুন এয়ারপডস।
গত বছরের iPhone 13 লঞ্চ ও 2020-এর iPhone 12 লঞ্চগুলি কোভিড বিধিনিষেধের কারণে অনলাইনে করেছিল কোম্পানি। তবে এবার সবার সামনে হতে চলেছে অনুষ্ঠান। এই ইভেন্টের নাম 'ফার আউট' দিয়েছে অ্যাপল। ইভেন্টটি সবার জন্য অনলাইনে সরাসরি দেখা যাবে।
অ্যাপল ফার আউট ইভেন্ট কখন শুরু হবে ?
Apple এর ফার আউট ইভেন্ট ৭ সেপ্টেম্বর (আগামীকাল) ১০টা ET (ইস্টার্ন টাইম) বা ভারতীয় সময় রাত সাড়ে ১০টা থেকে শুরু হবে৷
অ্যাপল আইফোন 14 সিরিজের লঞ্চ ইভেন্ট দেখার সেরা বিকল্পগুলি কী কী ?
Apple iPhone 14 লাইনআপ ও অন্যান্য পণ্যগুলির বিষয়ে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট Apple.com, Apple এর YouTube চ্যানেলের পাশাপাশি Apple TV অ্যাপের মাধ্যমে লাইভ-স্ট্রিম করা হতে পারে। যারা লাইভ স্ট্রিম দেখতে ইচ্ছুক তারা নিচের এমবেড করা ভিডিওটিতে ক্লিক করতে পারেন।
উপরন্তু, ABP Live iPhone 14 সিরিজের লঞ্চের সময় একটি লাইভ ব্লগ ও ফার আউট ইভেন্টের সময় অ্যাপলের অন্যান্য পণ্যের ঘোষণার বিস্তারিত বিবরণ জানাতে থাকবে। সব আপডেট টুইটার ও Facebook সহ আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আপডেট সহ পাবেন। ভারতীয় দর্শকদের জন্য ইভেন্টটি একটি গভীর রাতের হবে এবং সাধারণত দুই ঘণ্টা বা তার কিছু বেশি সময় ধরে চলবে, তাই আমরা আশা করতে পারি এটি সাড়ে ১২টার মধ্যে শেষ হবে৷
অ্যাপল ফার আউট ইভেন্টে পণ্যগুলি চালু হবে বলে আশা করা হচ্ছে ?
iPhone 14 সিরিজের লঞ্চ সম্ভবত বছরের সবচেয়ে প্রতীক্ষিত ইভেন্ট। এই বছর Apple iPhone mini বন্ধ করে দিতে পারে কোম্পানি। iPhone 14 সিরিজে iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max মডেল থাকতে পারে। ডিজাইনের ক্ষেত্রে iPhone 14 Pro ও iPhone 14 Pro Max-এ সবচেয়ে বড় পরিবর্তন আশা করা যেতে পারে।