BSNL Recharge: ১০০ টাকা কমে গেল BSNL-এর এই রিচার্জ প্ল্যান, টাকা লাগবে না প্রথম মাসে
BSNL Recharge Plan Offer: এই অফারটি সংস্থা চালু করেছে শুধুমাত্র প্রথম তিন মাসের জন্য। এর অর্থ হল এই ফাইবার ইন্টারনেট পরিষেবা চালু করার প্রথম তিন মাস এই সুবিধে পাবেন, ৩৯৯ টাকা দিয়ে করতে হবে রিচার্জ।
Mobile Recharge Plan: দেশের সরকারি টেলিকম অপারেটর সংস্থা বিএসএনএলের একটি রিচার্জ প্ল্যানে এই বর্ষার মরশুমে চলছে দারুণ অফার। ১০০ টাকা কমেই করাতে পারবেন এই রিচার্জ, পাবেন ভরপুর ইন্টারনেটের (BSNL Recharge Plan) সুবিধে। জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মত বেসরকারি টেলিকম অপারেটরগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। কিন্তু বিএসএনএল এখনও গ্রাহকদের কাছে সস্তায় রিচার্জের বিকল্প (Mobile Recharge) এনে দিচ্ছে। দেশে এ বছর অক্টোবর মাসের মধ্যেই ৮০ হাজার ৪জি টাওয়ার বসাবে বিএসএনএল।
এই প্ল্যানের দাম কমেছে
বিএসএনএল আদপে একটি মনসুন ডবল বোনাজা অফার নিয়ে এসেছে তাদের গ্রাহকদের জন্য। এই অফারটি শুধুমাত্র ভারত ফাইবারের জন্য প্রযোজ্য। অর্থাৎ যে সমস্ত গ্রাহক বিএসএনএলের ফাইবার ইন্টারনেট বা ব্রডব্যান্ড পরিষেবা নিয়েছেন তাদের জন্য বড় সুযোগ। আগে যেখানে ৪৯৯ টাকায় করাতে হত এই ফাইবার ইন্টারনেট পরিষেবা, সেখানে এখন এই রিচার্জ প্ল্যানের দাম ১০০ টাকা কমে গিয়েছে এক ধাক্কায়। অর্থাৎ এখন একই পরিষেবা পেতে খরচ করতে হবে মাত্র ৩৯৯ টাকা। ৫ অগাস্ট নিজেদের এক্স হ্যান্ডলে এই রিচার্জ প্ল্যানের অফারের বিষয়ে জানিয়েছে বিএসএনএল সংস্থা।
এই অফারটি সংস্থা চালু করেছে শুধুমাত্র প্রথম তিন মাসের জন্য। এর অর্থ হল এই ফাইবার ইন্টারনেট পরিষেবা চালু করার প্রথম তিন মাস পর্যন্ত এই সুবিধে পাবেন, ৩৯৯ টাকা দিয়ে করতে হবে রিচার্জ এবং চতুর্থ মাস থেকে ফের ৪৯৯ টাকা দিতে হবে।
কী সুবিধে রয়েছে এই প্ল্যানে
বিএসএনএলের এই ফাইবার প্ল্যানে গ্রাহকরা পাবেন এক লপ্তে ৩৩০০ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানে ৬০ এমবিপিএস গতির ইন্টারনেট পরিষেবাও পাবেন আপনি। তবে ডেটা লিমিট শেষ হয়ে গেলে তখন ইন্টারনেটের গতি হবে ৪ এমবিপিএস। সংস্থা মূলত তাদের নতুন গ্রাহকদের জন্য এই সুবিধে নিয়ে এসেছে। এই প্ল্যান যদি আপনি নিতে চান তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠাতে হবে ১৮০০-৪৪-৪৪ এই নম্বরে।
এর মাধ্যমে আপনি কোথাও না গিয়েই ঘরে বসে এই রিচার্জ প্ল্যানটি সক্রিয় করে নিতে পারেন। দেখা গিয়েছে বিগত কয়েক মাসের মধ্যেই জিও, এয়ারটেলের মত সংস্থা হু হু করে তাদের রিচার্জের দাম বাড়ানোর কারণে বহু সংখ্যক গ্রাহক বিএসএনএলের দিকে ঝুঁকেছেন। বিএসএনএল এখন থ্রিজি ও ৪জি পরিষেবা দিচ্ছে ইন্টারনেটে, তবে খুব শীঘ্রই তারা ৫জি ইন্টারনেটও চালু করবে বলে জানা গিয়েছে।