ChatGPT Android App: ভারতে উপলব্ধ ChatGPT- র অ্যান্ড্রয়েড অ্যাপ, কীভাবে ডাউনলোড করবেন?
OpenAI AI chatbot ChatGPT: গুগল প্লে স্টোর থেকে ChatGPT অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করা যাবে। যে ডিভাইসে Android 6.0 বা তার থেকে বেশি ভার্সানের সাপোর্ট রয়েছে সেইসব ডিভাইসে ব্যবহার করা যাবে এই অ্যাপ।
ChatGPT Android App: ভারতে হাজির হয়েছে OpenAI- এর AI chatbot ChatGPT- র অ্যান্ড্রয়েড অ্যাপ। মাস দুয়েক আগে আইওএস ভার্সানে চালু হয়েছিল এই অ্যাপ। প্রাথমিক ভাবে ChatGPT- র অ্যান্ড্রয়েড অ্যাপের রোল আউট শুরু হয়েছে আমেরিকা, ভারত। বাংলাদেশ এবং ব্রাজিলে। গুগল প্লে স্টোরে ইতিমধ্যেই উপলব্ধ হয়েছে ChatGPT- র অ্যান্ড্রয়েড অ্যাপ। OpenAI- এর লক্ষ্য হল আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও অনেক দেশে ChatGPT- র অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করা। আপাতত ChatGPT- র অ্যান্ড্রয়েড অ্যাপ ফ্রি-তে ব্যবহার করা যাবে। তবে OpenAI একটি সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে (অপশনাল)। এর সাহায্যে ইউজাররা GPT-4 এবং অন্যান্য আনুষঙ্গিক ফিচার ব্যবহারের সুবিধা পাবেন। এই GPT-4 হল আরও উন্নত একটি ভার্সান।
কারা ChatGPT- র অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে পারবেন
গুগল প্লে স্টোর থেকে ChatGPT- র অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করা যাবে। যে ডিভাইসে Android 6.0 বা তার থেকে বেশি ভার্সানের সাপোর্ট রয়েছে সেইসব ডিভাইসে ব্যবহার করা যাবে ChatGPT- র অ্যান্ড্রয়েড অ্যাপ।
কীভাবে ডাউনলোড করবেন
গুগল প্লে স্টোরে গেলে ৬ এমবি সাইজের এই অ্যাপ পাবেন ইউজাররা। যাঁরা প্রি-রেজিস্টার করে রেখেছিলেন তাঁদের শুধু গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করতে হবে। বাকিদের ক্ষেত্রে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। যদি আপনি সাইন-ইন না করে থাকেন তাহলে অ্যাপ খুলে নিজের গুগল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। যাঁরা সাইন-ইন করে ফেলেছেন তাঁরা এতদিনের ক্রেডেন্সিয়াল দিয়েই অ্যাপ চালু করতে পারবেন। অ্যাপ চালু হয়ে গেলে ইউজাররা ChatGPT ডেস্কটপ ভার্সানের ফিচার অ্যাকসেস করতে পারবেন। chat history এবং syncing সাপোর্ট রয়েছে এই অ্যান্ড্রয়েড অ্যাপে। ফ্রি-তে সাইন-ইন করার পর সাবস্ক্রিপশন মডেলে GPT-4 এর সুবিধা পাবেন।
ChatGPT অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ করার ফলে কি চিন্তা বাড়ছে গুগলের এআই চ্যাটবোট বার্ডের?
চ্যাটজিপিটি- র মতো গুগল বার্ড- এর কোনও মোবাইল অ্যাপ নেই। ওয়েব ভিত্তিক ইটারফেসেই চলে গুগল বার্ড। যেহেতু চ্যাটজিপিটি অ্যান্ড্রয়েড ইউজারদের হাতে নতুন অপশন তুলে দিতে চলেছে সেক্ষেত্রে গুগল বার্ড- এর চিন্তা একটু বাড়তে চলেছে বলেই মনে করছেন প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞদের একাংশ। তবে সম্প্রতি গুগল- এর বার্ড- এ নতু ফিচার যুক্ত হয়েছে। এবার থেকে ইউজাররা গুগল বার্ড AI chatbot ব্যবহার করতে পারবেন হিন্দি, তামিল, তেলুগু, বাংলা, কন্নড়, মালয়ালম, মারাঠি, গুজরাতি এবং উর্দু- এই ৯টি ভারতীয় ভাষায়।
আরও পড়ুন-