Earphones: ইউজারদের জন্য নতুন ইয়ারফোন আনছে CMF, থাকবে স্পেশ্যাল ফিচার, ব্যবহার হবে আরও সুবিধার
CMF Headphone Pro: এক্স পোস্টে সিএমএফ সংস্থা একটি ভিডিও প্রকাশ করেছে। ছোট্ট সেই ভিডিওতে দেখা গিয়েছে, একটি স্ক্রোল বাটন থাকতে চলেছে সিএমএফ হেডফোন প্রো মডেলে।

Earphones: ভারতে আসছে সিএমএফ হেডফোন প্রো। এই ইয়ারফোন লঞ্চ হতে চলেছে ২৯ সেপ্টেম্বর। নাথিং- এর সাব-ব্র্যান্ড সিএমএফ সংস্থা এক্স মাধ্যমে নতুন ইয়ারফোন লঞ্চের কথা জানিয়েছে। আসন্ন ইয়ারফোনের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। এটি একটি ওভার-দ্য-ইয়ার হেডফোন হতে চলেছে। দুটো রঙে লঞ্চ হতে চলেছে সিএমএফ হেডফোন প্রো। অরেঞ্জ এবং ব্লু- এই দুই শেডে পাওয়া যাবে নতুন ইয়ারফোন। অনুমান করা হচ্ছে, এই হেডফোনে একটি হুইল থাকতে চলেছে যা ভলিউম বাড়াতে-কমাতে কাজ করবে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে সিএমএফ হেডফোন প্রো - এই ইয়ারফোনে।
সিএমএফ হেডফোন প্রো - এর সম্ভাব্য ডিজাইন
এক্স পোস্টে সিএমএফ সংস্থা একটি ভিডিও প্রকাশ করেছে। ছোট্ট সেই ভিডিওতে দেখা গিয়েছে, একটি স্ক্রোল বাটন থাকতে চলেছে সিএমএফ হেডফোন প্রো মডেলে। এর সাহায্যে শব্দ অর্থাৎ আওয়াজ কমানো, বাড়ানো যাবে। পাওয়ার বাটনও থাকতে চলেছে হেডফোনের ডানদিকের সাইডের অংশে। চার্জিং- এর জন্য থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট। আর থাকতে চলেছে এলইডি পাওয়ার ইন্ডিকেটর লাইট। এই ইয়ারফোনের পাওয়ার বাটন ব্লুটুথ পেয়ারিং- এর জন্যও ব্যবহার করা যাবে। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে সিএমএফ- এর নতুন ইয়ারফোন, একটি ওয়্যারলেস হেডফোন হতে চলেছে।
Remix everything.
— CMF by Nothing (@cmfbynothing) September 17, 2025
Headphone Pro. 29 September. pic.twitter.com/8zyY3DwkZZ
সিএমএফ হেডফোন প্রো মডেলে ফোম ইয়ারকাপ থাকতে চলেছে। ইয়ারকাপের ভিতরের দিকে থাকবে লেফট এবং রাইট মার্কিং। আর সিএমএফ ব্র্যান্ড লেখা থাকবে বাইরের অংশে। একটি স্লাইডার এবং একটি ডেডিকেটেড সুইচ থাকতে চলেছে এই ইয়ারফোনে। এর সাহায্যে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচারের অ্যাক্টিভেট করা যাবে। এখনও এই ইয়ারফোনের সব ফিচার এবং দাম প্রকাশ্যে আসেনি। লঞ্চের আগে আসবে বলে অনুমান। সিএমএফ সংস্থা এর আগেও ভারতে ফোন এবং ইয়ারফোন লঞ্চ করেছে। এবার আসছে নতুন মডেল। সিএমএফ সংস্থার স্মার্টওয়াচও বেশ জনপ্রিয় গ্যাজেটের দুনিয়ায়।
Oppo Phones: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ৩১ ৫জি সিরিজ (Oppo F31 5G Series)। এই স্মার্টফোন সিরিজের সমস্ত ফোনে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, যার সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। ওপ্পো এফ৩১ ৫জি (Oppo F31 5G), ওপ্পো এফ৩১ প্রো ৫জি (Oppo F31 Pro 5G) এবং ওপ্পো এফ৩১ প্রো প্লাস ৫জি (Oppo F31 Pro Plus 5G) - এই তিনটি ফোন লঞ্চ হয়েছে।






















