(Source: Poll of Polls)
CMF Phone 1: ভারতে কবে লঞ্চ হতে চলেছে সিএমএফ ফোন ১, আর কী কী লঞ্চ হতে পারে একইসঙ্গে?
CMF Products: নাথিং সংস্থার কমিউনিটি আপডেট ইভেন্ট হবে আগামী ৮ জুলাই। সেখানেই সিএমএফ ফোন ১ এই ডিভাইসের সঙ্গে সিএমএফ বাডস প্রো ২ এবং সিএমএফ ওয়াচ প্রো ২ লঞ্চের কথাও শোনা গিয়েছে।
CMF Phone 1: অবশেষে প্রকাশ্যে এল সিএমএফ ফোন ১ (CMF Phone 1) লঞ্চের দিনক্ষণ। নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ (Nothing Sub Brand CMF) তাদের প্রথম ফোন লঞ্চ করতে চলেছে। আগামী ৮ জুলাই লঞ্চ হবে সিএমএফ ফোন ১। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। সিএমএফ ফোন ১ এই ডিভাইসের সঙ্গে সিএমএফ বাডস প্রো ২ (CMF Buds Pro 2) এবং সিএমএফ ওয়াচ প্রো ২ (CMF Watch Pro 2) লঞ্চের কথাও শোনা গিয়েছে। নাথিং সংস্থার কমিউনিটি আপডেট ইভেন্ট (Community Update Event) হবে আগামী ৮ জুলাই। সেখানেই সিএমএফ সংস্থার এই তিনটি প্রোডাক্ট (CMF Products) লঞ্চ হতে চলেছে।
এক্স মাধ্যমে সিএমএফ সংস্থার অফিশিয়াল হ্যান্ডেল থেকে ঘোষণা করা হয়েছে যে সিএমএফ ফোন ১ আগামী ৮ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে। এর পাশাপাশি বলা হয়েছে সিএমএফ বাডস প্রো ২ এবং সিএমএফ ওয়াচ প্রো ২- এই দুই ডিভাইসও লঞ্চ হতে চলেছে। ভারতীয় সময় দুপুর ২টো ৩০ মিনিটে এই প্রোডাকটগুলি লঞ্চের কথা রয়েছে। সিএমএফ সংস্থা যে তাদের প্রথম ফোন ভারতে লঞ্চ করতে চলেছে সেকথা আগেই শোনা গিয়েছিল। এবার শোনা গিয়েছে সিএমএফ ওয়াচ প্রো ২ মডেল দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে। এর থেকে অনুমান ভারতে সিএমএফ সংস্থার এই স্মার্টওয়াচ লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। এই ওয়াচ সম্পর্কে কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়নি। একটি রোটেটিং ডায়াল থাকতে পারে সিএমএফ ওয়াচ প্রো ২ মডেলে।
সিএমএফ ফোন ১ মডেলে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৭ ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- এই ফোনে ডুয়াল এয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের একটি সেনসর থাকতে পারে।
- ফোনের স্ক্রিনের উপর থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- সিএমএফ ফোন ১ মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট থাকতে পারে। এটি একটি অক্টা-কোর প্রসেসর।
- ১২৮ জিবি এবং ২৫৬ জিবি- এই দুই স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে সিএমএফ ফোন ১ মডেল।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
সিএমএফ ফোনের বক্স প্রাইস হতে পারে ১৯,৯৯৯ টাকা। তার ফলে অনুমান বাজার দর বা মার্কেত রেট প্রাইস আরও কিছুটা কম হতে পারে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ুন- মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন কেন কিনবেন? দেখে নিন বিভিন্ন ফিচার এবং অফার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।