CMF Phone 1: সিএমএফ ফোন ১ মডেলে কী কী ফিচার অবশ্যই থাকবে, জেনে নিন লঞ্চের আগেই
CMF First Phone: জানা গিয়েছে সিএমএফ ফোন ১- এর ইনবিল্ট ৮ জিবি র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। এক্ষেত্রে সাহায্য করবে সিএমএফ সংস্থা র্যাম বুস্টার টেকনোলজি।
CMF Phone 1: সিএমএফ ফোন ১ (CMF Phone 1) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৮ জুলাই। এর সঙ্গে ওই দিনই লঞ্চ হবে সিএমএফ বাডস প্রো ২ (CMF Buds Pro 2) এবং সিএমএফ ওয়াচ প্রো ২ (CMF Watch Pro 2)। নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ এই প্রথম ভারতে তাদের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে সিএমএফ ফোন ১- এর কয়েকটি ফিচার প্রকাশ করেছে সংস্থা। জানা গিয়েছে ফোনে থাকবে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ ৫জি চিপসেট। এর সঙ্গে যুক্ত থাকবে ৮ জিবি র্যাম।
এর আগে সিএমএফ সংস্থা জানিয়েছিল তাদের প্রথম ফোন সিএমএফ ফোন ১ মডেলে থাকবে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এটি একটি বাজেট সেগমেন্টের ফোন হতে চলেছে। অর্থাৎ ফোনের দাম আকাশছোঁয়া হবে না। মাঝামাঝি রেঞ্জে সাধ্যের মধ্যেই থাকবে। সিএমএফ ফোন ১ মডেলে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর থাকার ফলে এই ফোনে ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ৬, ডুয়াল ৫জি কানেক্টিভিটি সাপোর্ট পাবেন ইউজাররা। এছাড়াও এই ফোনের ক্যামেরায় থাকবে 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা। এর পাশাপাশি জানা গিয়েছে সিএমএফ ফোন ১- এর ইনবিল্ট ৮ জিবি র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। এক্ষেত্রে সাহায্য করবে সিএমএফ সংস্থা র্যাম বুস্টার টেকনোলজি। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের মাধ্যমে বৃদ্ধি করা হবে র্যামের পরিমাণ।
সিএমএফ ফোন ১- এর সম্পর্কে আর কী তথ্য এতদিনে প্রকাশ্যে এসেছে
- এই ফোন দুটো র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে।
- ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।
- মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজের পরিমাণ ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনের রেয়ার প্যানেল রিমুভেবল হতে চলেছে, এমন আভাসও পাওয়া গিয়েছে।
- এক্স মাধ্যমে সিএমএফ ফোন ১- এর যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে ফোনের ব্যাক প্যানেলে লেদার ফিনিশ লক্ষ্য করা গিয়েছে।
- কমলা রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে দেশে।
- ফোনের ব্যাক প্যানেলে একটি স্ক্রু রয়েছে যেটি খোলা যাবে।
আরও পড়ুন- থমকে ইনস্টাগ্রাম, শনিবার সকাল থেকেই ভারতসহ নানা দেশে ব্যাহত অ্যাপ পরিষেবা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।