Cyber Fraud: নেট ব্যাঙ্কিংয়ে পাসওয়ার্ড দিচ্ছেন ? ভুল করেও করবেন না এই ভুল
Fraud Alert: দেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে সাইবার অপরাধের সংখ্যা। সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধীরা বিভিন্নভাবে মানুষকে তাদের শিকারে পরিণত করছে।
Cyber Crime: সাইবার জালিয়াতি থেকে নিরাপদ থাকতে অবশ্যই মানতে হবে এই নিয়ম। UPI ও নেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড তৈরি করার সময় মাথায় রাখুন এই বিষয়গুলি। অন্যথায় ভুলের মাশুল চোকাতে হবে আপনাকে।
Fraud Alert: ডিজিটাল লেনদেনে প্রতারণার শিকার ?
দেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে সাইবার অপরাধের সংখ্যা। সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধীরা বিভিন্নভাবে মানুষকে তাদের শিকারে পরিণত করছে। কোভিডকাল থেকেই সামাজিক দূরত্ব মেনে চলতে হচ্ছিল দেশবাসীকে। সেই কারণে এটিএম থেকে নগদে লেনদেন না করে এখন ঘরে বসেই অনলাইন টাকা ট্রান্সফার শুরু করেছে মানুষ। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই পেমেন্ট, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে চলছে অর্থ লেনদেন। দেশবাসীর এই অনলাইন লেনদেনকে টার্গেট করেছে প্রতারকরা।
Cyber Fraud: বিভিন্ন অ্যাকাউন্টের জন্য বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন
দেশে সাইবার অপরাধ রুখতে সময়ে-সময়ে দেশবাসীকে সচেতনতার পাঠ দেয় কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলি।কেন্দ্রীয় সরকার সব সময় UPI পেমেন্ট, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, Paytm, PhonePe, Google Pay ইত্যাদির মতো অর্থ লেনদেনের জন্য আলাদা পাসওয়ার্ড রাখার পরামর্শ দিয়ে থাকে।যদিও অনেকেই সব অনলাইন পেমেন্ট মোডের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করেন। যারা দুই বা তিনটি ভিন্ন ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং রাখেন তারাও এই ধরনের কাজ করে থাকেন। একাধিক পাসওয়ার্ড মনে রাখা শক্ত বলেই এই উপায়ে লেনদেন করেন গ্রাহক। শুধুমাত্র একটি পাসওয়ার্ড দিয়ে সব জায়গা থেকে টাকা লেনদেন করেন এই ধরনের ব্যবহারকারীরা।
Fraud Alert: এই ভুল করলে উধাও হবে টাকা
তবে, এটি করা খুব বিপজ্জনক হতে পারে। পাসওয়ার্ড তৈরি করার সবচেয়ে বড় অসুবিধা হল আপনার এই পাসওয়ার্ডটি যদি কোনও কারণে সাইবার জালিয়াতদের হাতে চলে যায়, তাহলে আপনার সব অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। তাই এ ধরনের ভুল করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, আপনার পাসওয়ার্ড হিসাবে জন্মের তারিখ, বার্ষিকী ইত্যাদির মতো তারিখগুলি কখনোই বাছবেন না। একটি সাধারণ তারিখের পরিবর্তে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন।
Cyber Crime: সাইবার জালিয়াতি থেকে নিজেকে নিরাপদ রাখুন
১ এভাবে-সাইবার জালিয়াতি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে, আপনার সবা ব্যাঙ্কিং পাসওয়ার্ড শক্তিশালী করুন৷
২ আপনার ব্যাঙ্কিংয়ের বিশদ বিবরণ কারও সঙ্গে শেয়ার করবেন না।
৩ না বুঝে কোনও ধরনের লিঙ্কে ক্লিক করবেন না।
৪ আপনার আধার ও প্যান কার্ডের তথ্য কোনও অজানা ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না।
৫ কোনও প্রতারণার ঘটনা ঘটলে অবিলম্বে আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।