Malware: এই ম্যালওয়্যার দিয়ে সাইবার গুপ্তচরবৃত্তি করা হচ্ছিল, বড় তথ্য জানাল গুগল, কারা রয়েছে ঝুঁকিতে ?
Cyber Spying: তথ্য অনুযায়ী কোল্ড রিভার গ্রুপ আগে পশ্চিমি দেশগুলির সরকার, সামরিক উপদেষ্টা, সাংবাদিক ও আন্তর্জাতিক থিঙ্ক ট্যাংক ও ইউক্রেনের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে নিশানা করেছে।

Cyber Spying: গুগল সম্প্রতি এক বড় তথ্য জানিয়েছে। LOSTKEYS নামে একটি নতুন ম্যালওয়্যার শনাক্ত করেছে গুগল। জানা গিয়েছে, এই ম্যালওয়্যারটি তৈরি করেছে রাশিয়ান-সমর্থিত কোল্ড রিভার (Cyber Spying) নামে একটি হ্যাকার গ্রুপ, এই গ্রুপ নাকি আবার রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। বুধবার রয়টার্সের একটি প্রতিবেদনে এবং গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ (Malware) অর্থাৎ জিটিআইজি কর্তৃক প্রকাশিত একটি ব্লগ পোস্টে এই তথ্য দেওয়া হয়েছে।
নয়া সাইবার হুমকি
গুগলের গবেষক ওয়েসলি শিল্ডসের মতে, LOSTKEYS ম্যালওয়্যার কোল্ড রিভারের সাইবার ক্ষমতার দুনিয়ায় একটি নতুন ও বিপজ্জনক পদক্ষে। এই ম্যালওয়্যারটি সিস্টেম থেকে ফাইল চুরি করে করতে ও নীরবে ডিভাইস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য অপারেটরদের কাছে পাঠাতে সক্ষম। এটি গ্রুপের সাইবার গুপ্তচরবৃত্তির কাণ্ডকে আরও ফাঁস করে দিয়েছে।
কারা এই কোল্ড রিভার হ্যাকার গ্রুপ
তথ্য অনুযায়ী কোল্ড রিভার গ্রুপ আগে পশ্চিমি দেশগুলির সরকার, সামরিক উপদেষ্টা, সাংবাদিক ও আন্তর্জাতিক থিঙ্ক ট্যাংক ও ইউক্রেনের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে নিশানা করেছে। বিশেষজ্ঞদের মতে, এই গোষ্ঠীর মূল লক্ষ্য হল রাশিয়ার ভূ-রাজনৈতিক স্বার্থের জন্য গুপ্ত তথ্য সংগ্রহ করা।
গুগলের প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এই হ্যাকার গোষ্ঠী পশ্চিমি দেশগুলির বর্তমান ও প্রাক্তন উপদেষ্টাদের লক্ষ্যবস্তু করেছিল। এছাড়াও সাংবাদিক, এনজিও এবং কৌশলগত প্রতিষ্ঠানগুলিও এই হ্যাকার গ্রুপের লক্ষ্যবস্তু ছিল।
সাইবার অ্যাটাক আগেও হয়েছে
কোল্ড রিভার এর আগেও বড় বড় সাইবার আক্রমণের খবর এসেছে। ২০২২ সালে এই গোষ্ঠীর বিরুদ্ধে তিনটি মার্কিন পারমাণবিক গবেষণাগারকে নিশানা করার অভিযোগ এসেছে। এর কিছুক্ষণ পরেই পেরাক্তন ব্রিটিশ গোয়েন্দা প্রধান স্যার রিচার্ড ডিয়ারলভের ব্যক্তিগত ইমেল ফাঁসের ঘটনাও প্রকাশিত হয়েছে, যার মধ্যে ব্রেক্সিটপন্থী বেশ কয়েকজন ব্যক্তিত্বও ছিলেন।
ক্রমবর্ধমান সাইবার হুমকির সতর্কতা
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন যে LOSTKEYS-এর মত ম্যালওয়্যারের ছড়িয়ে পড়া এটা দেখিয়ে দেয় যে রাষ্ট্রের মদতে সাইবার গুপ্তচরবৃত্তি আরও পরিশীলিত হয়ে উঠছে। গুগল সমস্ত সম্ভাব্য নিশানাকে তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আপডেট রাখার জন্য নির্দেশ দিয়েছে এবং সতর্ক করেছে। সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির আবহে জানা গিয়েছে পাকিস্তান ভারতের সেনার ওয়েবসাইটে হানা দিয়ে তথ্য হাতানোর চেষ্টা করেছে। প্রকাশ্যে আসে এই সাইবার হানার নেপথ্যে রয়েছে পাকিস্তানের IOK হ্যাকার সংগঠন।






















