(Source: ECI/ABP News/ABP Majha)
Dell Latitude 7320 Launched : ১.১৫ লক্ষ টাকা থেকে শুরু, বাজারে এল Dell Latitude 7320 Detachable
এবার বিজনেস ল্যাপটপেও ডিটাচেবল মডেল। Dell Latitude 7320 টু-ইন ওয়ান ল্যাপটপ আনল ডেল। বছরের শুরু থেকেই এই ল্যাপটপের টিজার ছাড়া শুরু করেছিল কোম্পানি। অবশেষে বাজারে এল প্রোডাক্ট।
নিউ দিল্লি : এবার বিজনেস ল্যাপটপেও ডিটাচেবল মডেল। Dell Latitude 7320 টু-ইন ওয়ান ল্যাপটপ আনল ডেল। বছরের শুরু থেকেই এই ল্যাপটপের টিজার ছাড়া শুরু করেছিল কোম্পানি। অবশেষে বাজারে এল প্রোডাক্ট।
ট্যাবলেটের পাশাপাশি টোটাল ল্যাপটপ। ডেল ডিটাচেবল নামেই বুঝিয়ে দিয়েছে, কি বোর্ড থেকে আলাদা করা যাবে নতুন এই টু-ইন ওয়ান মডেল। ন্যারো থিন বেজেলস হওয়ায় স্ক্রিন এরিয়া বেশি এই ল্যাপটপের। RAM-এর জন্য দেওয়া হয়েছে মাল্টিপল স্লট। তবে ইনটেলের পাশাপাশি এএমডি মডেল আনা হয়নি Dell Latitude 7320 Detachable-এর। ফাইভের বদলে নতুন মডেলে ওয়াইফাই ৬ দিয়েছে কোম্পানি।
Dell Latitude 7320 Detachable-এর দাম
প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ হওয়ায় এক লাখ পেরিয়েছে নতুন এই মডেলের দাম। Dell Latitude 7320 Detachable-এর দাম শুরু হয়েছে ১.১৫ লক্ষ টাকা থেকে। বর্তমানে গ্রে ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে এই এই ল্যাপটপ। ইতিমধ্যেই আমেরিকাতে পাওয়া যাচ্ছে এই ফাস্ট মেশিন। তবে বিশ্ববাজারে কবে এই মডেল আসছে, তা এখনও জানায়নি কোম্পানি।
ল্যাপটপের স্পেসিফিকেশন
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম রয়েছে এই টু-ইন ওয়ান ল্যাপটপে। ১৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের ৫০০ নিটস রয়েছে ল্যাপটপে। যার ফলে সব ভিউয়িং অ্যাঙ্গেল থেকেই স্পষ্ট দেখা যায় স্ক্রিন। হাজারো অন্ধকারে ব্রাইটনেসের অভাব হবে না স্ক্রিনে। সহজেই যাতে স্ক্রিনের ক্ষতি না হয়, তাই দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাসের DX-এর প্রোটেকশন। এছাড়াও ল্যাপটপে দেওয়া হয়েছে i-7 vpro প্রসেসর। ল্যাপটপে স্পিড বাড়াতে রাখা হয়েছে ১৬ জিবির RAM। স্টোরেজের যাতে অভাব না হয়, তাই দেওয়া হয়েছে ১ টিবির এসএসডি। সব মিলিয়ে মাত্র ৮৫১ গ্রামের এইউ ডিটাচেবল ল্যাপটপ।
লাইট ওয়েট ল্যাপটপ সঙ্গে ক্যামেরা
ফ্রন্ট ফেসিং ওয়েব ক্যামের জন্য দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সলের ক্যামেরা। যাতে রয়েছে ১০৮০ ফুল এইচডি রেজোলিউশন। বাকি রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের। কোম্পানির দাবি, অন্যান্যদের থেকে অনেকটাই ভালো ক্যামেরা এক্সপিরিয়েন্স দেবে এই ডিটাচেবল ল্যাপটপ।