Smartwatch: ভারতে হাজির Fire-Boltt- এর নতুন স্মার্টওয়াচ, করতে পারবেন ফোন, রয়েছে একগুচ্ছ আধুনিক ফিচার
Fire-Boltt Oracle: এই স্মার্টওয়াচে একাধিক প্রি-ইনস্টলড ওয়াচ ফেসের সুবিধা রয়েছে। এই তালিকায় রয়েছে একাধিক স্পোর্টস মোডও। এছাড়াও রয়েছে হার্ট রেট, স্টেপ কাউন্টিং, ব্লাড অক্সিজেন লেভেল মনিটরিং সেনসর।
Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে Fire-Boltt সংস্থার নতুন স্মার্টওয়াচ (Smartwatch)। এবার দেশে লঞ্চ হয়েছে Fire-Boltt Oracle স্মার্টওয়াচ। অ্যান্ড্রয়েড (Android Based UI) বেসড ইউজার ইন্টারফেসের সাহায্যে এই স্মার্টওয়াচ পরিচালিত হয়। এখানে রয়েছে গুগল প্লে স্টোরের (Google Play Store) একাধিক অ্যাপের সাপোর্ট। অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) দু ধরনের ডিভাইসের সঙ্গেই সংযুক্ত হতে পারে Fire-Boltt Oracle স্মার্টওয়ায়াচ। একাধিক রঙে ভারতে কেনা যাবে এই নতুন স্মার্টওয়াচ। এই ডিভাইসে রয়েছে ব্লুটুথ (Bluetooth) কানেক্টিভিটির সাপোর্ট। এছাড়াও রয়েছে ৪জি এলটিই (4G LTE) সাপোর্ট যার সাহায্যে ন্যানো সিমের (Nano Sim) মাধ্যমে স্মার্টওয়াচের ফোনকলের পরিষেবা পাবেন ইউজাররা।
ভারতে Fire-Boltt Oracle স্মার্টওয়াচের দাম কত, কোথা থেকে কেনা যাবে
এই স্মার্টওয়াচের দাম ৪৯৯৯ টাকা Eclipse-Flex, Marine-Mirage, Onyx-Wave, Orange-Horizon, Cloud-Whisper, Crystal-Tide - এই সমস্ত অপশনের জন্য। অন্যদিকে এই স্মার্টওয়াচই Cloudy-Clasp এবং Black-Chrome অপশনের ক্ষেত্রে কেনা যাবে যথাক্রমে ৫২৯৯ টাকা এবং ৫৪৯৯ টাকায়। Fire-Boltt ইন্ডিয়া ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই নতুন এবং অত্যাধুনিক স্মার্টওয়াচ কেনা যাবে।
Fire-Boltt Oracle স্মার্টওয়াচে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে যা ইউজারদের নজর কেড়ে নেবে এবং বিভিন্ন সুবিধা দেবে
- এই স্মার্টওয়াচে ১.৯৬ ইঞ্চির IPS scratch-resistant ডিসপ্লে রয়েছে। এই স্মার্টওয়াচ পরিচালিত হবে অ্যান্ড্রয়েড বেসড FireOS out-of-the-box - এর সাহায্যে।
- এই স্মার্টওয়াচের সঙ্গে যুক্ত রয়েছে একটি cortex quad-core ARM প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে Mail GPU, ২ জিবি র্যাম এবং ১৬ জিবি অনবোর্ড স্টোরেজ।
- এই স্মার্টওয়াচে একাধিক প্রি-ইনস্টলড ওয়াচ ফেসের সুবিধা রয়েছে। এই তালিকায় রয়েছে একাধিক স্পোর্টস মোডও। এছাড়াও রয়েছে হার্ট রেট, স্টেপ কাউন্টিং, ব্লাড অক্সিজেন লেভেল মনিটরিং সেনসর।
- Fire-Boltt Oracle স্মার্টওয়াচে একটি ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট রয়েছে। এর সঙ্গে রয়েছে ইনবিল্ট স্পিকার। এই স্মার্টওয়াচে ওয়াই-ফাই কানেক্টিভিটির সাপোর্টও রয়েছে। স্পিকার থাকার কারণে এই স্মার্টওয়াচে ফোনের সঙ্গে যুক্ত থাকলে এবং সেই সময় ফোনকল এলে স্মার্টওয়াচের সাহায্যেই তার উত্তর দেওয়া সম্ভব হবে।
- এই স্মার্টওয়াচে একটি ৭০০ এমএএইচ বায়টারি রয়েছে। এখানে একবার পুরো চার্জ দিলে ৭২ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পেতে পারেন ইউজাররা। এমনিতে ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে সংস্থা।
- এই ওয়ারেবল ডিভাইসে ব্লুটুথ ৫.০ এবং জিপিএস কানেক্টিভিটির সাপোর্ট রয়েছে। এই স্মার্টওয়াচে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এনটারটেনমেন্ট, ফুড ডেলিভারি, রাইড বুকিং, শপিং অ্যাপ সাপোর্ট করবে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।
আরও পড়ুন- রিয়েলমি সি৬৫ ফোন কেমন দেখতে হবে, কী কী ফিচার থাকতে পারে? ভারতে লঞ্চ হতে পারে কবে?