iPhone 15: আইফোন ১৫ কেনা যাবে প্রায় ১৩ হাজার টাকা ছাড়ে, কোথায় এমন সুযোগ পাবেন ক্রেতারা? দাম কতটা কমছে?
Apple iPhone 15 Discount: ব্যাঙ্ক অফার, নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার- সবই থাকছে আইফোন ১৫ কেনার ক্ষেত্রে।
iPhone 15: আইফোন ১৫-র দামে (iPhone 15 Price Cut) রয়েছে প্রায় ১৩ হাজার টাকা ছাড়। অ্যাপেলের আইফোনের লেটেস্ট মডেলে এই ছাড় (iPhone 15 Discount) দিচ্ছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)। ২০২৩ সাল অর্থাৎ গত বছর সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। সেই সময় দাম ছিল ৭৯,৯০০ টাকা। তবে এই ফোন ফ্লিপকার্ট থেকে এখন কেনা যাবে ৬৬,৯৯৯ টাকায়। ক্রেতারা আরও অনেক টাকা সাশ্রয়ের সুযোগ পাবেন ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিলের মাধ্যমে। এই এক্সচেঞ্জ ডিল হল, পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনা। এক্ষেত্রে পুরনো ফোন কী অবস্থায় রয়েছে তার উপরে নির্ভর করে ছাড়ের পরিমাণ।
আইফোন ১৫- র ক্ষেত্রে ফ্লিপকার্টের অফার
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ মডেল কেনা যাবে ৬৬,৯৯৯ টাকায়। আসল দামের থেকে প্রায় ১৩ হাজার টাকা কমে। অন্যদিকে ২৫৬ জিবি স্টোরেজ এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত আইফোন ১৫- র দুই মডেল ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ৭৬,৯৯৯ টাকা এবং ৯৬,৯৯৯ টাকায়।
যদি আপনি ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে আইফোন ১৫ কেনেন তাহলে ২০০০ টাকা ছাড় পাবেন ফ্লিপকার্টের তরফে। আর যদি পুরনো ফোনের পরিবর্তে আইফোন ১৫ কেনেন সেক্ষেত্রে ৫৪,৯৯০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই প্ল্যান এবং ইউপিআই ছাড়। যদি আইফোন ১৫ কেনার জন্য আপনি আইফোন ১৪ প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করেন তাহলে ৪৬,১৪৯ টাকা ছাড় পাবেন। যদি আরও পুরনো আইফোন এক্সচেঞ্জ করেন যেমন ধরুন আইফোন ১২, সেক্ষেত্রেও ২০,৮৫০ টাকা ছাড় পাওয়ার সুযোগ থাকছে।
গোলাপি, হলুদ, নীল, সবুজ এবং কালো রঙে পাওয়া যাবে আইফোন ১৫। তবে সব মডেলের ক্ষেত্রে সব রঙ স্টকে নাও থাকতে পারে। ফোনের উপলব্ধতার উপরেও দাম পরিবর্তন হতে পারে।
আইফোন ১৫- র স্পেসিফিকেশন
- আইফোন ১৫- তে রয়েছে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। ডিজাইন অনেকটাই আইফোন ১৪- র মতো। আইফোন ১৫- তে রয়েছে ডায়নামিক আইল্যান্ড নচ। আইফোন ১৫- তে রয়েছে এ১৬ বায়োনিক চিপ।
- আইফোন ১৫- তে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসর। কম আলোতে ভাল ছবি তোলার মতো ফিচার রয়েছে এই ফোনে। ভাল গুণমানের ব্যাটারিও রয়েছে এই ফোনে। একবার পুরো চার্জ দিলে সারাদিন চালু থাকবে ফোন। এই ফোনে টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব।
আরও পড়ুন- চলতি বছরের প্রথম মডেল হিসেবে ভারতে আসছে আইকিউওও সংস্থার কোন ফোন? কী কী ফিচার থাকতে পারে?