iPhone 14-এ সমস্যা, 'সিম নট সাপোরটেড' বলছে ডিভাইস
Apple confirms SIM bug: লাখ টাকার ফোন কিনেও সমস্যা পিছু ছাড়ছে না। এবার অ্যাপলের আইফোন ১৪ সিরিজেও দেখা গেল iOS 16 bug ।
Apple confirms SIM bug: লাখ টাকার ফোন কিনেও সমস্যা পিছু ছাড়ছে না। এবার অ্যাপলের আইফোন ১৪ সিরিজেও দেখা গেল iOS 16 bug । ইতিমধ্যেই সমস্যার কথা স্বীকার করেছে অ্যাপল। কীভাবে হবে সমস্যার সমাধান ?
iPhone 14 bug: কী বলছে কোম্পানি ?
কিছুদিন আগেই বিশ্ববাজারে এসেছে অ্যাপলের এই ফোন। ঢাকঢোল পিটিয়ে ফোনের নতুন প্রযুক্তি ও বিশেষত্ব নিয়ে প্রচার করেছে 'টিম কুক'। এরপরও সমস্যা তৈরি হচ্ছে। iPhone 14 সিরিজে ধরা পড়েছে আরও একটি 'বাগ'। অ্যাপল নতুন iOS 16 বাগ সম্পর্কে ইতিমধ্যেই জানিয়েছে। যে কারণে iPhone 14 সিরিজের কিছু ব্যবহারকারী তাদের ডিভাইসে 'SIM Not Supported' বলে একটি বার্তা দেখতে পাচ্ছেন। বাগের বিষয়ে নিশ্চিত করে বিষয়টি নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কোম্পানি।
MacRumors এর রিপোর্ট অনুযায়ী, টেক জায়ান্ট অ্যাপল স্বীকার করেছে যে iPhone 14 সিরিজের ডিভাইসগুলিতে 'SIM Not Supported' মেসেজ আসছে। পপ-আপ বার্তা দেখানোর পরে স্মার্টফোনটি সম্পূর্ণরূপে থমকে যাচ্ছে। সংস্থা এই বিষয়টি নিয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছে। তবে কোম্পানির তরফে জানানো হয়েছে, এটা কোনও হার্ডওয়্যার সমস্যা নয়। এই সমস্যা মোকাবিলায় গ্রাহকদের ফোনের সফটওয়্যার আপডেট রাখতে হবে।
Apple confirms SIM bug: এর আগেও সমস্যা তৈরি হয়েছিল ফোনে
এর আগে কোম্পানি iOS 16 আপডেটে একটি বাগ সংশোধন করেছিল, যাতে কিছু গ্রাহক নতুন iPhone 14 ডিভাইস সক্রিয় করতে গেলে বাধা পাচ্ছিলেন। কোম্পানি এই বিষয়ে গ্রাহকদের কাছে ইতিমধ্য়েই একটি মেমো পাঠিয়েছে। যেখানে বলা হয়েছে, iOS 16-এর জন্য একটি সমস্যা সনাক্ত করা হয়েছে। যা Wi-Fi নেটওয়ার্কগুলিতে ডিভাইসের সক্রিয়করণকে প্রভাবিত করতে পারে।
অ্যাপলের পরামর্শ, সফটওয়্যার আপডেট রাখুন
কোম্পানির তরফে বলা হয়েছে, নতুন আইফোন সেট আপ করার পরে যদি গ্রাহকের মেসেজ বা ফেসটাইমে কোনও সমস্যা হয়, তবে সমস্যা সমাধানের জন্য iOS-এর সর্বশেষ সংস্করণে আপডেট করুন। Apple iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max এর জন্য আপডেটেড সফ্টওয়্যার ব্যবহার করার পরামর্শ দিয়েছে অ্যাপল।
iPad Pro: অনেকদিন ধরেই চলছিল এই জল্পনা। অবশেষে দেশের মাটিতে M2 প্রসেসর সহ iPad Pro (2022) মডেল লঞ্চ করল অ্যাপল। কোম্পানির সাম্প্রতিক আইপ্যাড প্রো মডেলগুলিতে 5G কানেক্টিভিটির অপশন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে mmWave সাপোর্টের পাশাপাশি উচ্চ-গতির Wi-Fi 6E-র প্রযুক্তি পাওয়া যায় এই আইপ্যাডে। Apple এই iPad দুটি আকারে লঞ্চ করেছে।iPadOS 16 সহ আইপ্যাড প্রো পাবেন ১১ ও ১২.৯ ইঞ্চি মডেলে। জেনে নিন, আরও কী আছে এই ডিভাইসে।