(Source: ECI/ABP News/ABP Majha)
Fake Website: ওয়েবসাইটে ঢুকলেও হতে পারেন প্রতারণার শিকার,কীভাবে বুঝবেন আসল-নকল ?
Cyber Attack: তথ্য় জানতে প্রয়োজনীয় ওয়েবসাইটে ঢুকলেও হতে পারেন প্রতারণার শিকার। সেই ক্ষেত্রে আসল ভেবে নকল ওয়েবসাইটে ঢুকলে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট।
Cyber Attack: তথ্য় জানতে প্রয়োজনীয় ওয়েবসাইটে ঢুকলেও হতে পারেন প্রতারণার শিকার। সেই ক্ষেত্রে আসল ভেবে নকল ওয়েবসাইটে ঢুকলে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট। জেনে নিন, কীভাবে বুঝবেন ওয়েবসাইটের আসল -নকল।
Fake Website: কোন ধরনের ওয়েবসাইটে সমস্যা ?
বর্তমানে ইন্টারনেট মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। পাশাপাশি বাড়িয়ে তুলেছে বেশকিছু সমস্যা। সামান্য একটি ভুল ক্লিকে আপনার পরিশ্রম নষ্ট হতে পারে । আপনারা সবাই নিশ্চয়ই ইন্টারনেটে ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার কথা শুনেছেন। আজকাল হ্যাকারদের 'দৌলতে' একটি নকল ওয়েবসাইট দেখতে হুবহু আসল ওয়েবসাইটের মতো হয়। এই কারণে আসল-নকলে পার্থক্য করতে সক্ষম হন না সাধারণ মানুষ। পরবর্তীকালে যার ফল ভুগতে হয় তাঁদের। ভুয়ো ওয়েবসাইট যেকোনও বিষয় নিয়ে কাজ করতে পারে। সেটা পড়াশোনা, শপিং বা নিউজ ওয়েবসাইট হোক। আজ এখানে আপনি কীভাবে নকল ও আসল ওয়েবসাইটের মধ্যে পার্থক্য করতে হয় তা বুঝতে পারবেন।
Cyber Attack: এভাবেই চেনা যায় নকল-আসল
১ আপনি যদি কোনও ই-কমার্স ওয়েবসাইট যান,তাহলে পণ্যের পর্যালোচনা,এর রিটার্ন নীতি, গ্রাহক সহায়তা, যোগাযোগের বিবরণ, অফিসের ঠিকানা ইত্যাদি সম্পর্কে তথ্য পাবেন। যদি ওয়েবসাইটে এগুলি না পাওয়া যায়, তাহলে বুঝবেন ওয়েবসাইটটি ভুয়ো।
২ যখন একজন ব্যক্তি বা কোম্পানি একটি ওয়েবসাইট তৈরি করে, তখন তাকে একটি অনন্য 'ডোমেইন নেম' কিনতে হয়। প্রতিটি ওয়েবসাইটের একটি আলাদা 'ডোমেইন নেম' রয়েছে। যদি একটি ওয়েবসাইটের ডোমেইন নেম অন্য ওয়েবসাইটের মতো হয়,তাহলে বুঝবেন যে এই ওয়েবসাইটগুলির মধ্যে একটি ভুয়ো বিষয় রয়েছে। সেই ক্ষেত্রে কোম্পানি সম্পর্কিত সব তথ্য ভুয়ো ওয়েবসাইটে থাকবে না।
এই ভাবেও বুঝবেন নকল ওয়েবসাইট
১ প্রথমে 'ডোমেইন নেম'বা লিঙ্কটি খুঁটিয়ে দেখুন।
২ লিঙ্কটি খোলার পরে তার পাশে তালা চিহ্ণ আছে কিনা তা দেখে নিন। এর থেকে ওয়েবসাইট সুরক্ষিত আছে কিনা বোঝা যায়।
৩ 'ওয়েবসাইট চেকার' বা নিরাপদে ইন্টারনেটে ব্যবহারের জন্য 'সেফ ব্রাউজিং টুল' ব্যবহার করুন।
৪ কোনওভাবে ওয়েবসাইটে বানান ভুল বা কাঁচা হাতের সাইটের ডিজাইন দেখলে সতর্ক হোন।
৫ অবশ্যই ওয়েবসাইটের বয়স বা ডোমেইন এজ জানতে অনলাইন সার্চ করুন।
৬ অবিশ্বাস্য কোনও ভাল অফার দেখলে সাবধান হোন।
৭ হোটেলে থেকেছেন এমন কোনও পর্যটকের রিভিউ জানার চেষ্টা করুন।
৮ শিপিং বা রিটার্ন পলিসি জাতীয় তথ্য় ভাল করে পড়ুন।
৯ কী কী পেমেন্ট অপশন আছে তা ভাল করে পড়ে নিন।
১০ ওয়েবসাইটের ভাইরাস স্ক্যান করুন।
১১ কোনও ধরনের পুরস্কারের প্রলোভনে পা দেবেন না।
আরও পড়ুন : Earn Money: ঘরে বসেই পাবেন মোটা টাকা, অনলাইনে এই কাজে আয়ের সুযোগ