Lava Phones: লাভা 'স্টর্ম' সিরিজের দুটো ৫জি ফোন একসঙ্গে হাজির ভারতে, দাম ১০ হাজারের কম, ফিচার নজরকাড়া
Lava Storm Smartphones: লাভা স্টর্ম প্লে ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৯৯৯ টাকা। স্টর্ম লাইট ৫জি ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা।

Lava Phones: ভারতে লঞ্চ হয়েছে লাভা সংস্থার দু'টি ৫জি ফোন। লাভা স্টর্ম প্লে ৫জি এবং লাভা স্টর্ম লাইট ৫জি- এই দুই ফোন একইসঙ্গে লঞ্চ হয়েছে দেশে। দুই ফোনেরই দাম ১০ হাজার টাকার কম থেকে শুরু হচ্ছে। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। লাভা স্টর্ম সিরিজের এই দুই ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। লাভা স্টর্ম লাইট ৫জি ফোনে মিডিয়া টেক ডিমেনসিটি ৬৪০০ প্রসেসর রয়েছে। এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভ্যানিলা লাভা স্টরম ৫জি ফোন। সেই দলেই নাম জুড়তে চলেছে লাভা স্টর্ম প্লে ৫জি এবং লাভা স্টর্ম লাইট ৫জি- এই দুই ফোনের।
ভারতে লাভা স্টর্ম প্লে ৫জি এবং লাভা স্টর্ম লাইট ৫জি- এই দুই ফোনের দাম কত
লাভা স্টর্ম প্লে ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৯৯৯ টাকা। অন্যদিকে লাভা স্টর্ম লাইট ৫জি ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। প্লে মডেলের বিক্রি শুরু হবে ১৯ জুন, দুপুর ১২টা থেকে। আর লাইট মডেলের বিক্রি শুরু হবে ২৪ জুন থেকে। অনলাইনে কেনা যাবে অ্যামাজন থেকে।
লাভা স্টর্ম প্লে ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে
- এই ফোনে ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৬০ প্রসেসর রয়েছে। এছাড়াও পাবেন অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্ট।
- ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। ফোনের স্ক্রিনের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে রয়েছে ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। USB Type-C পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া যাবে।
লাভা স্টর্ম লাইট ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ চিপসেট। এর সঙ্গে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ (সর্বোচ্চ) যুক্ত রয়েছে। ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনের স্ক্রিনের উপর। ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্টও পাওয়া যাবে এই ফোনে। বাকি সব ফিচার এবং স্পেসিফিকেশনই লাভা স্টর্ম প্লে ৫জি ফোনের মতোই।






















