Facebook Meta Pay: পেমেন্ট অপশনের নাম বদল ফেসবুকের, মেটাভার্সেও আসছে নতুন ওয়ালেট
Meta Payment: এবার থেকে ফেসবুক পেমেন্টের নতুন নাম হল মেটা পে। মেটাভার্স ওয়ালেট নিয়েও শুরু হয়েছে কাজ।
কলকাতা: বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকের (Facebook) নাম অনেকদিন আগেই পরিবর্তন হয়েছে। ফেসবুকের নতুন নাম মেটা (Meta)। এবার এই ডিজিটাল মাধ্যমের পেমেন্ট (Digital Payment) পরিষেবার নামও পরিবর্তিত হয়েছে। এই পেমেন্ট অপশনের নতুন নাম মেটা পে (Meta Pay)। মেটা-র কর্ণধার মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg) সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেই একথা জানিয়েছেন। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, মেটাভার্সের জন্যও নতুন পেমেন্ট অপশন আনতে চলেছে জুকেরবার্গের সংস্থা। ইতিমধ্যেই মেটাভার্সের ওয়ালেট নিয়ে কাজ শুরু হয়েছে বলে নিজের সোশ্যাল মিডিয়া (ফেসবুক) পোস্টে ইঙ্গিত দিয়েছেন মার্ক জুকেরবার্গ।
প্রসঙ্গত উল্লেখ্য, মাসখানেক আগেই মেটা কর্তৃপক্ষ জানিয়েছিল যে মেটাভার্সের (Metaverse) ক্ষেত্রে ব্যবসায়িক দিকে নতুন অনেক রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে নতুন ব্যবসা হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর এর পরেই দেখা গেল যে মেটাভার্সের জন্য নতুন পেমেন্ট ওয়ালেট নিয়ে কাজ শুরু করেছে মেটা সংস্থা। এর সাহায্যে সহজে মেটাভার্স মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইউজাররা।
২০১৯ সালে ফেসবুক কর্তৃপক্ষ তাদের পেমেন্ট পদ্ধতি চালু করেছিল। ফেসবুক মূল মাধ্যম ছাড়াও মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও এই পেমেন্ট পদ্ধতি কাজ করে। গত মে মাসে সংস্থা ঘোষণা করেছিল যে ফেসবুক পে খুব দ্রুত নাম বদলে ‘মেটা পে’ হতে চলেছে। এবার সেকথাই সত্যি হল।
মেটা পে- ফেসবুকের পে- এর নাম পরিবর্তন হলেও আগের মতোই পরিষেবা পাবেন ইউজাররা। অর্থাৎ মেটা পে- এর মাধ্যমে ব্যবহারকারীরা আগের মতোই শপিং করতে পারবেন। এছাড়া কাউকে টাকা পাঠানো বা দান করার ক্ষেত্রেও এই মেটা পে- এর ব্যবহার করা যাবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সর্বত্র এই মেটা পে- এর মাধ্যমে টাকা পাঠানো যাবে।
মেটাভার্স ওয়ালেট- মেটাভার্সের দুনিয়ায় আপনি নিজের পরিচয় এবং পেমেন্ট করার পদ্ধতি নিরাপদে রেখে আর্থিক লেনদেন করতে পারবেন। আগামী দিনে মেটাভার্সে আপনি যা কিনতে চাইবেন সেক্ষেত্রে মেটাভার্স ওয়ালেটেরই ব্যবহার হবে।
আরও পড়ুন- ২৫০০ ক্যারেক্টার লেখা যাবে পোস্টে, ট্যুইটার আনছে নতুন ফিচার